Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বাঙালীর জাতীয় উৎসব পহেলা বৈশাখ উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও সন্দ্বীপ কুমার সিংহ’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া খানম, ওসি মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার কাওছার শোকরানা, যুব উন্নয়ন অফিসার সারোয়ার সুলতান খান, ১নং বানিয়াচং উত্তর-পূর্ব ইউপি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন, ৩নং বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউপি’র চেয়ারম্যান হাবিবুর রহমান, বানিয়াচং সিনিয়র মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আকবর চৌধুরী, এল.আর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলফাজ উদ্দিন, আম বাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, মহারত্মপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন কুমার দেব, আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গোলাম রব্বানী, ডা. ইলিয়াছ একাডেমীর শিক্ষক হেমায়েত আলী খান প্রমুখ। সভায় পহেলা বৈশাখ সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে সম্মিলিতভাবে মঙ্গলশোভা বের করা ও পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত হয়। সভায় পহেলা বৈশাখ বিরোধী অপপ্রচার ও কর্মকান্ডের মাধ্যমে জনসাধারণের মধ্যে ভীতি সঞ্চার করা থেকে বিরত থাকার আহবান জানানো হয়।