Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কৃষি ঋণ মওকুপ ও জামানত বিহীন ঋণের দাবীতে সিপিবি ও বাসদ বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ অবিলম্বে হাওর অঞ্চলকে দূর্গত এলাকা ঘোষণা, ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্নবাসন, কৃষি ঋণ মওকুপ, বিনা সুদে কৃষি ঋণ প্রদান, দায়ী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের শাস্তির দাবীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ হবিগঞ্জ জেলার যৌথ উদ্যোগে গতকাল সকাল ১১টায় স্থানীয় খোয়াই ব্রীজ পয়েন্ট থেকে একটি মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নিমতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা সিপিবি সভাপতি কমরেড হাবিবুর রহমানের সভাপতিত্বে ও জেলা বাসদ সমন্বয়ক কমরেড এডভোকেট জুনায়েদ আহমেদ এর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ নেত্রী কমরেড সম্পা বসু, জেলা সিপিবি সাধারণ সম্পাদক কমরেড পীযুষ চক্রবর্তী, কমরেড আব্দুর রশীদ, বাসদ নেতা কমরেড মুজিবুর রহমান ফরিদ, লোকমান আহমেদ, কৃষকনেতা অনু মিয়া। বক্তব্য রাখেন, জেলা বারের সাবেক সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন সিপিবি নেতা সাহেব আলী, মনজিল মিয়া, রনজিত সরকার, বাসদ নেতা ডাঃ সুনীল রায়, ভূমিহীন নেতা মুক্তার আলী, ছাত্রনেতা আব্দুল হাফিজ প্রমুখ।
সভায় বক্তাগণ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি কৃষকসমাজকে পূর্নবাসন সহ গ্রামে গ্রামে রেশনিং ব্যবস্থা চালুক করা এবং পূনরায় কৃষি ঋণ প্রদানের দাবী জানান।