Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মজলিশপুরে মিসকলের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত অর্ধশতাধিক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়নের মজলিশপুর গ্রামে মোবাইল ফোনের মিসকলের ঘটনাকে কেন্দ্র করে দুই দলের সংঘর্ষে মহিলাসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর, লুটপাটের ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের সাহাবুদ্দিনের পুত্র সাইদুর রহমান (২৫) ও একই গ্রামের মাসুক মিয়ার পুত্র রাসেল মিয়া (২০) কে ফুটবল খেলার বিষয় নিয়ে গতকাল ভোরে পরপর কয়েকবার মোবাইল ফোনে মিসকল দেয়। এতে রাসেল ক্ষিপ্ত হয়ে সাইদুরকে গালমন্দ করে।
এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে তেঘরিয়া ইউপি চেয়ারম্যান আনু মিয়াসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। সংঘর্ষে আহত সাইদুর রহমান (২৫), রাসেল মিয়া (২০), আব্দুল হামিদ (৫০), আল আমিন (২২), শিশ আলী (১৪), তাহির মিয়া (২০), ইসলাম উদ্দিন (৩৫), শাহজাহান (৩৫), ইব্রাহিম (২২), নুরুল হক (২২), রফিক মিয়া (১৫), মীর হোসন (৬০), মুখলেছ মিয়া (২৫), আনিস (২৫), জাকির (৩৫), সিয়াম (৩৬), শের আলী (৪২) ও রিমন (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।