Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মিসরে দুটি চার্চে বোমা হামলা: নিহত ৩৬

স্টাফ রিপোর্টার ॥ মিসরে দুটি কপ্টিক চার্চে বোমা হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরো শতাধিক। রবিবার দেশটির সংখ্যালঘু খ্রিস্টান সম্প্রদায়ের ‘পাম সানডে’র অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে।এখনো পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি।
প্রথম হামলার ঘটনাটি ঘটে নীল নদীর অববাহিকা শহর তান্টার একটি চার্চে। মিসরের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় ২৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছে। এর কয়েক ঘণ্টা পরে আলেকজান্দ্রিয়া শহরের সেন্ট মার্ক ক্যাথেড্রাল কপ্টিক চার্চে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে, এতে ১১ জন নিহত ও ৩৫ জন আহত হয়। ওই হামলার সময় কপ্টিক পোপ তাওয়ারদোস ছিলেন সেখানে, কিন্তু তিনি অক্ষত আছেন বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মিশরীয় নিরাপত্তা বাহিনী এধরনের আরও হামলার আশঙ্কায় সতর্ক রয়েছে। প্রাদেশিক গভর্নর আহমেদ ডেইফ রাষ্ট্র-নিয়ন্ত্রিত নাইল চ্যানেলে বলেন, প্রথম হামলার পর আশ-পাশের এলাকায় আরও বিস্ফোরক থাকতে পারে এই আশঙ্কায় তল্লাশি শুরু হয়েছে।
সাম্প্রতিক বছরে মিশরে কপ্টিক খ্রিস্টানদের ওপর সহিংসতার ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে ২০১৩ সাল থেকে যখন সামরিক বাহিনী নির্বাচিত প্রেসিডেন্টকে উৎখাত করে এবং ইসলামী চরমপন্থিদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে।