Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

এমপি কেয়া চৌধুরী’র ৫৮ লাখ টাকা বরাদ্দে পানিউমদায় সড়ক নির্মাণ শুরু

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এমপি কেয়া চৌধুরীর ৫৮ লাখ টাকা বরাদ্দে নবীগঞ্জ উপজেলার পানিউমদা থেকে সমশেরগঞ্জ পর্যন্ত সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্য সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে। শেখ হাসিনা সরকারের উপহার হিসেবে তৃণমূল লোকজনকে সাথে নিয়ে এমপি কেয়া চৌধুরী এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, তৃণমূল লোকজনের দুর্ভোগ লাঘব করতে জননেত্রীর কাছ থেকে বরাদ্দ নিয়ে আসি। বরাদ্দক্রমে এ সড়কে কাজ শুরু করেছি। এলাকার উন্নয়ন নিয়ে ভাবতে হবে না। আমি আপনাদের পাশে রয়েছি। এর প্রমাণ আপনারা পাচ্ছেন। আমি এমপি নির্বাচিত হবার পর থেকে আজ পর্যন্ত ঘরে বসে নেই। আমি আপনাদের চলার পথ সুগম করতে একের এর এক বরাদ্দ নিয়ে এসে, রাস্তা, ব্রিজ নির্মাণ করছি। ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা ক্ষেত্রে উন্নয়নে বরাদ্দ দিচ্ছি। তিনি বলেন, নবীগঞ্জ-বাহুবলের স্থানে স্থানে জননেত্রীর উপহার হিসেবে উন্নয়ন পৌঁছে দিচ্ছি। আমি উন্নয়নের ধারা অব্যাহত রেখেছি। আমাকে সঠিক তথ্য দিয়ে সহযোগীতা করুন। আমি আপনাদের ভালবাসা ও দোয়া চাই। আমার লোভ লালসা নেই। এ সময় পানিউমদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইজাজুর রহমান, ইউনিয়ন আওয়মীলীগের সহ-সভাপতি মোঃ আনিছ মিয়া, যুবলীগের সভাপতি এখলাছ মিয়া, সাধারণ সম্পাদক মুহিত মিয়া, প্যানেল চেয়ারম্যান আরজত আলী, আওয়ামীলীগ নেতা খসরু মিয়া, মহিলা মেম্বার হামিদা বেগম, পারভীন আক্তার সহ আওয়ামী পরিবারের নেতাকর্মী, তৃণমূলের শত শত লোকজন উপস্থিত ছিলেন।