Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের কুশিয়ারার বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত ॥ তলিয়ে গেছে ফসল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ কয়েকদিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে নেমে আসা বৃষ্টির পানিতে কুশিয়ারা বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে বোরো ফসল তলিয়ে গেছে। নদী তীরবর্তী অনেক পরিবার এক ধরণের পানিবন্দি হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারার বাঁধ ভেঙ্গে নতুন করে অনেক জমির ফসল তলিয়ে গেছে। প্রায় ১৭০ হেক্টর জমির ফসল পানির নিচে। এদিকে বাঁধ ভাঙ্গার খবর পেয়ে ওই এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম। পরিদর্শনকালে তাঁরা এলাকার খোঁজখবর নেন।
এদিকে পুরো উপজেলায় মোট ২০৫০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে বলে কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, কসবা এলাকার কৃষকরা তাদের জমির ফসল রক্ষার্থে নিজেরাই কসবা এলাকায় বাঁধ দিয়েছিলেন। কয়েকদিনের টানা বর্ষণে বাঁধ উপছে পানি ভেতরে প্রবেশ করে। তাৎক্ষনিক কোন ব্যবস্থা না নেয়ায় গতকাল বাঁধটি পুরোপুরি ভেঙ্গে গিয়ে এলাকা প্লাবিত হয়ে যায়।
পানি উন্নয়ন বোর্ডের দেয়া রাধাপুর গ্রামের মূল বাঁধ ভেঙে গেলে নবীগঞ্জের কয়েকটি ইউনিয়নে বন্যায় প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, প্রতিবছরই বর্ষা মৌসুমে এ অঞ্চলের মানুষের দুর্বিষহ দিনযাপন করতে হয়। নদীর তীরবর্তী গ্রাম হওয়ায় এ দুর্ভোগের শিকার হতে হয় তাদেরকে। অনেক পরিবারের লোকজনকে হাঁটুপানিতে ভিজে ঘরে আসা যাওয়া করতে হয় তাদের। প্রতিবছরই নদী ভাঙনের শিকার হয়ে শতশত পরিবার নিঃস্ব হচ্ছে। এর মধ্যে বর্ষা মৌসুমে মানুষের দুর্ভোগের অন্ত নেই। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার বলেন, বাঁধ ভাঙ্গার খবর পেয়ে গতকাল আমরা সরজমিনে গিয়ে দেখে এসেছি। বাঁধ ভেঙ্গে কিছু জমি ও কয়েকটি বাড়ির আঙ্গিনায় পানি উঠে গেছে। এটি পানি উন্নয়ন বোর্ড কর্তৃক দেয়া না, বাঁধটি স্থানীয় কৃষকরা তাদের ফসল রক্ষার্থে নিজেরা দিয়েছিলেন। তবে পানি না কমা পর্যন্ত বাধ মেরামত করা যাবেনা বলে জানান ইউএনও।