Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ফেনসিডিলসহ আটক ডাক্তার সোহাগের জামিন না-মঞ্জুর

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে ফেনসিডিলসহ আটক ডাক্তার সোহাগের জামিন না মঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলেমান রহমানের আদালতে তার জামিন আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করেন। জামিন শুনানীকালে ডাঃ সোহাগ আদালতে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২২ মার্চ ভোরে হবিগঞ্জ শহরে নিষিদ্ধ ইয়াবা ও ফেন্সিডিলসহ ডাঃ সামসুদ্দোহা সোহাগ (৩৫) কে গ্রেফতার করে হবিগঞ্জ সদর থানা পুলিশ। ওই দিন সদর মডেল থানার এসআই মির্জা মাহমুদুল করিমের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে পুরাতন হাসপাতাল সড়কের গ্রীণ লাইফ ডায়াগনষ্টিক সেন্টারে অভিযান চালায়। এ সময় ওই ক্লিনিকের ভেতরে মেডিসিন, মহিলা ও শিশু রোগ বিশেষজ্ঞ সনোলজিষ্ট ডাঃ সামসুদ্দোহা সোহাগের টেবিল থেকে ৮ বোতল ফেনসিডিল ও ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডাক্তার সোহাগ নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার লাউতলি ছমির মুন্সিহাট গ্রামের মৃত আবুল খায়ের মোঃ নোমানের পুত্র।
পুলিশ জানায়, ডাক্তার সামসুদ্দোহা সোহাগ দীর্ঘদিন ধরে হবিগঞ্জ শহরের চাদের হাসি হাসপাতালে ও গ্রীণ লাইফ ক্লিনিকে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, ক্লিনিকে কর্মরত থাকা অবস্থায় তিনি ইয়াবা সেবন করে রোগীদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। এ নিয়ে সেবা নিতে আসা রোগীরা তার বিরুদ্ধে পুলিশের কাছে একাধিকবার অভিযোগও করেন। এরই প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে ডাক্তার সোহাগের কাছ থেকে উল্লেখিত মাদক উদ্ধার করা হয়।