Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

প্র্র্র্রাক্তণ খেলোয়ার কল্যাণ সমিতির কার্যালয় উদ্বোধন

বরুন সিকদার ॥ হবিগঞ্জ জেলা প্র্র্র্রাক্তণ খেলোয়ার কল্যাণ সমিতি (সোনালী অতীত) এর প্রধান কার্যালয় উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের পৌর এলাকার আর.ডি হল সংলগ্ন কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রাক্তণ খেলোয়ারদের মিলন মেলায় পরিণত হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট পূণ্যব্রত চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ৩নং আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সভার শুরুতেই জেলার প্রাক্তণ প্রয়াত খেলোয়ারদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন ও তাদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, এক্স খোলোয়াড়দের মাধ্যমেই জেলার তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা সম্ভব। এ জন্যে প্রয়োজন প্রাক্তণ খেলোয়ারদের স্বদিচ্ছা ও তাদের প্রতি সরকারের পৃষ্টপোষকতা। একজন খেলোয়ার শুধু জেলা নয় তথা দেশের সম্পদ। খেলার মাঠে তার নৈপুণ্য প্রদর্শন দেখিয়ে সকলের কাছে যেমন সম্মানিত হয় তেমনি সেই সম্মান কখোনই অর্থের মানদন্ডে বিচার করা যায় না। সফিউল আলম সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কামরুল আমীন, পৌর মেয়র আলহাজ্ব জিকে গউছ। স্বাগত বক্তব্য প্রদান করনে, দৈনিক সমাচারের সম্পাদক গোলাম মোস্তফা রফিক। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রাক্তণ খেলোয়ার মুক্তার হোসেন, দৈনিক খোয়াইয়ের সম্পাদক শামীম আহসান, আলী হোসেন, মোতাব্বির হোসেন, সিরাজুল ইসলাম, আব্দুর রব চৌধুরী কুতুব, কামরুজ্জামান ইমরান, মমরাজ মিয়া, মহরম আলী, ফনি ভূষন দাস, বাবুল আহমেদ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার প্রয়োজন অত্যাধিক। কার্যালয়টি প্রতিষ্ঠার মাধ্যমে প্রাক্তণ ও বয়স্ক খেলোয়ারা অবসর সময় কাটানোর পাশাপাশি খেলার মান উন্নয়নে নবীন প্রবীন খেলোয়ারদে আন্তরিকতার প্রসার ঘটবে।