Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মেয়র গউছকে ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে হাইকোর্টের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ ৩ দিনের মধ্যে হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছকে পবিত্র ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে যাত্রাপথে বিমানবন্দর পর্যন্ত তাকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয় তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইমিগ্রেশন বিভাগের প্রতি নির্দেশনা দিয়েছেন আদালত।
গতকাল বুধবার মেয়র জি কে গউছের দায়ের করা একটি রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মেয়র জি কে গউছের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। তার সঙ্গে ছিলেন এডভোকেট মাসুদ রানা।
এডভোকেট মাসুদ রানা বলেন, পবিত্র ওমরা হজ্বে যাওয়ার জন্য গত ১৬ ও ২৩ মার্চ অনুমতি চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পৃথক ২টি আবেদন করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ। কিন্তু কোনো জবাব না পেয়ে গত ২৯ মার্চ তিনি আইনি নোটিশ দেন। তারও কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে রিট করেন মেয়র জি কে গউছ। এ রিটের শুনানি শেষে গতকাল বুধবার হাইকোর্ট ৩ দিনের মধ্যে জি কে গউছকে পবিত্র ওমরা হজ্বে যাওয়ার অনুমতি দিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।