Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে সাংবাদিকদের সাথে ইউএনও’র মতবিনিময়

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলায় দায়িত্ব পালনে এবং বিভিন্ন সমস্যা সমাধান ও উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন চুনারুঘাটের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্ত সিরাজাম মুনিরা। তিনি চুনারুঘাট উপজেলার আইনশৃঙ্খলা উন্নয়ণ, যানজট নিরসন, বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে এবং ভোক্তা অধিকার আইনসহ বিভিন্ন বিভিন্ন অসঙ্গতি দুর করতে সংবাদ কর্মীদের পাশে থাকার আহবান জানান। পাশাপাশি তিনি চুনারুঘাটে কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতারও আশ্বাস দেন। গতকাল সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব সহযোগিতা চান তিনি। এসময় সভায় চুনারুঘাটের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, চুনারুঘাট প্রেসক্লাবের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক জামাল হোসেন লিটন, সাবেক সভাপতি ফারুক উদ্দিন চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি হাছান আলী, যুগ্ম সম্পাদক ফারুক মাহমুদ, সাংগঠনিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন, এস এম তাহের খান, প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, মহিদ আহমেদ চৌধুরী, ইসমাইল হোসেন বাচ্চু, দুলাল মিয়া, আজিজুল হক নাসির, এস আর রুবেল, এসএম সুলতান খান, মনিরুজ্জামান তাহের প্রমুখ। সভায় সাংবাদিকরা উপজেলা প্রশাসনকে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
সভায় আলোচনায় চুনারুঘাটের বালি উত্তোলন, মাদক সমস্যা, গাছ পাচার, যানজট সমস্যা, কাচা বাজারের সিন্ডিকেটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।