Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে পরিস্কার পরিচ্ছন্ন ও ধুমপানমুক্ত উত্তরা কমপ্লেক্স এলাকা

নিজস্ব প্রতিনিধি ॥ হবিগঞ্জ জেলা শহরের প্রধান সড়কের বাণিজ্যিক এলাকার ৫ রাস্তার মোড় শংকর এর মূখ থেকে পুরান মুন্সেফী রোড ও চিড়াকান্দি রোডস্থ উত্তরা কমপ্লেক্স এলাকা সার্বক্ষনিক পরিস্কার পরিচ্ছন্ন রেখে ব্যবসায়ীরা এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। শীঘ্রই ধুমপান ও মাদকমুক্ত এলাকা ঘোষণার পদক্ষেপ নেয়া হচ্ছে। রাস্তা ও দোকানের আঙিনা পরিস্কার পরিচ্ছন্ন দেখেও কিছু অসচেতন পথচারী আবর্জনা, কাগজ ও সিগারেটের টুকরো ফেলে যায়। তাতে আক্ষেপ করেন এলাকা ব্যবসায়ীরা। এলাকায় চলাচলরত বিশিষ্ট নাগরিক ও পথচারীরা পরিস্কার পরিচ্ছন্নতা প্রত্যক্ষ করে এলাকাবাসী ও ব্যবসায়ীদের সচেতনতা অদম্য ইচ্ছা ও রুচির বহিঃপ্রকাশের ভূয়শী প্রশংসা করছেন।
একাধিক ব্যবসায়ী বলেন, রাস্তা ও আঙিনা পরিস্কার পরিচ্ছন্নতা রাখায় বিশিষ্ট জন ও পথচারীদের প্রশংসনীয় মন্তব্যে আমরা আরো উৎসাহিত হচ্ছি। তারা এ বিষয়ে উত্তরা কমপ্লেক্স এর এম.ডি মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন এর উদ্যোগ ও অনঢ় ভূমিকা ব্যক্ত করেন। উত্তরা কমপ্লেক্স এলাকা পরিস্কার পরিচ্ছন্ন সার্বক্ষনিক পর্যবেক্ষণ তদারকী ও সহায়তায় দেখা গেছে তন্মধ্যে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস ও সুপার সাইন অফসেট প্রেস, দৈনিক প্রভাকর ও সোনালী প্রিন্টিং প্রেস, ইসলামিয়া চক্ষু হাসপাতাল, উত্তরা ব্যাংক লিঃ হবিগঞ্জ শাখা, ইউরেকা কোচিং সেন্টার, সেরাজেম, ডাঃ অসীম কুমার দাস (অনু) চেম্বার, আমার এমপি স্বেচ্ছাসেবী সংস্থা, হৃদয় চিকিৎসালয়, অজুফা অফসেট প্রিন্টিং প্রেস, প্রিয়াংকা বিউটি পার্লার, গ্রীন ডিপার্টমেন্টাল স্টোর, মেডিসিন হাউজ, রূপা সেলুন, আতাউর স্টোর, নিখিল চা স্টল, হযরত শাহজালাল (রাঃ) কম্পিউটার এন্ড ফটোস্ট্যাট, আপন অপ্টিক্যালস, আপন ড্রাগ হাউজ, মেসার্স মদিনা স্টোর, সুপ্তা স্টোর, শ্রী শ্রী লোকনাথ স্টোর, অর্পনা অফসেট প্রেস, আইকন কম্পিউটার এন্ড অফসেট প্রেস, বাধন স্টোর, সুবল স্টোর, ইমা লেডিস টেইলার্স এন্ড বোরকা হাউজ, ইমন নেটওয়ার্ক, বিল্ডওয়াইজ ও কারখানা, গোপেশ স্টোর, নৃপেন্দ্র হেয়ার ড্রেসার, আহাদ ডিপার্টমেন্টাল স্টোর, নয়ন টি স্টল, আর.পি থাই এ্যালুমিনিয়াম, রাকিব টি স্টল, মেসার্স খান এন্টারপ্রাইজ, আদিব এন্টারপ্রাইজ, কান্তা ফার্নিচার, উত্তরা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, এডঃ জুনায়েদ আহমেদ (জুনেদ) এর ‘ল’চেম্বার, শচীন্দ্র পাখি হাউজ, রিফাত অনলাইন স্টোর, গ্রামীন টেলিসপ, প্যারাগন এন্টারপ্রাইজ, ফিল্ম ফেয়ার এন্ড এডিটিং সেন্টার, মা এন্টারপ্রাইজ ও ডি.এস নেটওয়ার্ক।