Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা সভা অনুষ্টিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জে লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা সভা অনুষ্টিত হয়েছে।
গত শুক্রবার লাল-সবুজ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত ৯নং বাউসা ইউনিয়নের হযরত শাহ তাজ উদ্দিন কোরেশী (রঃ) উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সংবর্ধনা অনুষ্টানের আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলোজি (হৃদরোগ) বিভাগের প্রধান অধ্যাপক ডা. মুহাম্মদ শাহাব উদ্দিন, হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, ডায়াবেটিক বিশেষজ্ঞ (বিভাগীয় প্রধান) ডা. মোঃ শাহ্ এমরান ও ১৫ জন ডাক্তারসহ ৪০জনের একটি মেডিকেল টিম সারাদিন ব্যাপী ইউনিয়নের ১হাজার ৬শ রোগীকে চিকিৎসা প্রদান করাসহ ইসিজি টেস্ট, ডায়াবেটিক টেস্ট ও লক্ষাধিক টাকার ঔষধ বিনামূল্যে বিতরণ করা হয়। পরবর্তিতে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্টিত হয়। ৯নং বাউসা ইউনিয়নের চেয়ারম্যান ও সংগঠনের উপদেষ্টা মোঃ আবু সিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী ছামির পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মোঃ জসিম উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন শফিকুর রহমান, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, মোঃ আঃ সালাম, মোঃ আব্দুল হাফিজ, শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বখ্ত চৌধুরী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আঃ ওয়াহিদ, বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আলমগীর আহমেদ বুলবুল, মুকাদ্দিছ চৌধুরী, মোঃ আঃ রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, ওলিউর রহমান, হুমায়ুন কবির আজিম, আবুল হাসান।
অনুষ্টান শেষে সংবর্ধিত ব্যক্তিত্ব ডা. মুহাম্মদ শাহাব উদ্দিন, ডা. এস এম হাবিবুল্লাহ সেলিম, ডা. মোঃ শাহ্ এমরান, ডা. মোঃ শুয়াইব আহমদ, ডা. মোঃ মুখলেছুর রহমান, ডা. আবুল কামরান রাহুলসহ ১৫ জন চিকিৎসককে সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।