Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে পাওনা টাকা নিয়ে সংঘর্ষে আহত অর্ধশত লোক

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ি নজরপুর গ্রামে টাকা পাওনা নিয়ে দুই দলের সংঘর্ষে মহিলা শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দফায় দফায় এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়িঘরে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের দেওয়ান মিয়ার কাছ থেকে টাকা ধার নেয় একই গ্রামের সোহেল মিয়া। গতকাল ওই সময় সোহেল মিয়ার নিকট দেওয়ান মিয়া তার পাওনা টাকা ফেরত চাইলে দুজনের মাঝে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষে গুরুতর আহত ইউনুস মিয়া (৫০), জাকির হোসেন (২০), রুবেল মিয়া (২৫), মোতাহের মিয়া (৫০), শিল্পী বেগম (২০), আকলিমা (২৫), আকলিমা (৩০), লাকি আক্তার (১৪), নাজমা আক্তার (২০), ইকবাল (৫০), দেওয়ান মিয়া (২৫), শাহবাজ মিয়া (৩০) ও আজিজ (৫০) কে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতদের চিকিৎসা দেয়া হয়েছে।