Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জাসদ নেতা মুক্তিযোদ্ধা ফিরোজ কঠিন রোগে শয্যাশায়ী

মোহাম্মদ আলী মমিন ॥ এক সময়কার তুখুড় ছাত্রনেতা ও জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতিমন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ফিরোজ কঠিন রোগে আক্রান্ত হলে ঢাকার বিশেষায়িত হাসপাতালে ব্যয়বহুল চিকিৎসা নিয়ে গত সপ্তাহে হবিগঞ্জের বাসায় আনা হয়েছে। চুনারুঘাট সাটিয়াজুড়ির দৌলতপুরের বাসিন্দা মোহাম্মদ ফিরোজ হবিগঞ্জ পুরাতন হাসপাতাল সড়কের দিগন্ত ২২ নিজ বাসায় শয্যাশায়ী রয়েছেন। গতকাল এ প্রতিনিধি ফ্রিল্যান্সার মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন সহপাঠি মোহাম্মদ ফিরোজকে তার বাসায় দেখতে যান। তিনি গত ৬ মাসে সিলেট মহানগর হাসপাতাল, ঢাকার পপুলার, বারডেম ও সর্বশেষ পি.জি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি তার ব্যয়বহুল চিকিৎসায় দেশ বিদেশের যারা ব্যক্তিগতভাবে বা সংগঠন সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দেশবাসীর দোয়া চেয়েছেন। একই সময় ছেলে জিসান বিন ফিরোজ ও মেয়ে তানজিনা ফিরোজ এবং সহধর্মিনী হবিগঞ্জের এড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সালেহা আক্তার চৌধুরী কঠিন রোগে শয্যাশায়ী মোহাম্মদ ফিরোজের রোগ মুক্তির জন্য সহকর্মী বন্ধু বান্ধব ও দেশবাসীর দোয়া চেয়েছেন।