Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ শহরে অসহনীয় যানজট ভোগান্তিতে শহরবাসী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ যানজটের শহরে পরিণত হয়েছে নবীগঞ্জ। অসহনীয় এই যানজটে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে, ব্যবসায়ী, পথচারী ও শিক্ষার্থীসহ শহরবাসীকে। শহরবাসী বলছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। যানজটের মাত্র দিন দিন বেড়েই চলেছে। সরজমিন ঘুরে শহরবাসীর সাথে আলাপ করে জানা গেছে, নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি অটোরিক্সা, টমটম ও মিনিবাস ষ্ট্যান্ড। এছাড়া শহরের বিভিন্ন স্থানে মূল সড়কের উপর বড় বড় ট্রাক দাড় করিয়ে ধানসহ মালামাল লোড, আনলোড এবং যেখানে সেখানে সিএনজি পার্কিং করে যাত্রী উঠানামা করা হয়। এইসব কারণে যানজট লেগেই থাকে। শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, থানা পয়েন্ট, ওসমানী রোড (উত্তরা ব্যাংকের সামন), হাসপাতাল সড়কের খালিক মঞ্জিলের সামন, হাসপাতালের গেইটের নিকট, শেরপুর রোডের রাজা কমপ্লেক্সের সামন, শেরপুর রোডের বাংলা টাউনস্থ ইসলামী ব্যংকের সামন, রুদ্রগ্রাম রোডের সোনার খনি-ব্রীজ পর্যন্ত দীর্ঘ যানজট। একবার যানজট লেগে গেলে দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকে। আর এতে করে শহরবাসী, ব্যবসায়ী ও পথচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়।
শহরের এই যানজট নিরসনের বিষয়ে আইন শৃংখলা কমিটির মিটিংয়ে একাধিকবার আলোচনা হয়েছে। কিন্তু বাস্তবায়ন হয়নি। আদৌ এর নিরসন হবে কি-না এর কোন আলামত নেই। যানজট নিরসন করতে না পারা পৌরকর্তৃপক্ষের ব্যর্থতা বলে মনে করছেন সচেতন মহল।