Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরের ইটাখোলা রেল ব্রীজের আরেকটি পিলার হেলে গেছে ॥ সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ অনিশ্চিত

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে রেল ব্রীজের পিলার ধসে পড়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ব্রীজের কাছে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে এ বিপর্যয় ঘটে। রেল যোগাযোগ স্বাভাবিক হতে আরও ৩ দিন লাগতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক।
গত বুধবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা রেলওয়ে ষ্টেশনের অদূরে তেলেঙ্গা ছড়ায় ৫৬ নং রেল ব্রীজে সমস্যা দেখা দেয়। রাতেই কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ। কাজ চলাকালে বৃহস্পতিবার সকালে হঠাৎ করে ব্রীজের পিলার ধসে পড়ে। বন্ধ হয়ে যায় রেল যোগাযোগ। এ সময় মনতলায় সিলেটগামী পারাবত ও শায়েস্তাগঞ্জে ঢাকাগামী কালনী ট্রেন আটকা পড়ে। যাত্রীরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে বিকল্প পথে গন্তব্যে পৌছান। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। রেল ব্রীজের পিলার ধসে পড়ায় দ্রুত ঘটনাস্থলে পৌছান রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান প্রকোশলী মোঃ শহিদুল ইসলামসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে প্রধান প্রকৌশলী জানান-ব্রীজের কাছে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করায় পিলারের গোড়ার মাটি ও বালু সরে গিয়ে পিলারটি ধসে পড়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধে তিনি স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন। বৃহস্পতিবার দুপুর থেকেই শুরু হয় মেরামত কাজ। গতকাল শুক্রবার সকালে মেরামত কাজ চলাকালে আরও একটি পিলার হেলে পড়ে। বেলা ১১টায় ঘটনাস্থলে আসেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আমজাত হোসেন। ঘটনাস্থল পরিদর্শন ও রেল কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে তিনি জানান, ব্রীজটি মেরামত হতে আরো ৩দিন লাগতে পারে। আগামী মঙ্গলবার থেকে যোগাযোগ স্বাভাবিক হওয়ার আশা প্রকাশ করেন তিনি। রেল জাতীয় সম্পদ, রেল ব্রীজের কাছে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের সহযোগিতা চান। সেই সাথে বালু উত্তোলনকারী প্রভাবশালী মহলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। উপজেলা নির্বাহী কর্মকতা মোঃ মোকলেছুর রহমান জানান, রেল ব্রীজের কাছে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণকরা হবে। সেই সাথে রেল বিভাগের যে কোন প্রয়োজনে উপজেলা প্রশাসন এগিয়ে আসবে।