Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে ১৫০ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেÑএমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে ১৫০ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করেছে সদর উপজেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে উপজেলা হল রুমে এই সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান ও উপজেলা কমান্ডার আব্দুশ শহীদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক, জেলা পরিষদ সদস্য ফাতেমাতুজ জোহরা রিনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, ইউপি চেয়ারম্যান তাজ উদ্দিন, শেখ মইনুল হাসান আরিফ, মোঃ আক্তার হোসেন, শেখ কামাল।
সংসদ সদস্য বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জাতির পিতার নির্দেশে ১৯৭১ সালে ৯ মাস যুদ্ধ করে অর্জন করেছিল মহান স্বাধীনতা। আজকের এই স্বাধীন বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে। তাই বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। জঙ্গীবাদ ও সন্ত্রাস সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্ঠার বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের রুখে দাঁড়ানোর আহবান জানান এমপি আবু জাহির।