Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ৬ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে হবিগঞ্জ নাগরিক কমিটি ৬ বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে। ৩০ মার্চ সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে হবিগঞ্জ নাগরিক কমিটি আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (অবঃ) মোঃ একরামুল ওয়াদুদ।
প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন, এডিসি মোহাম্মদ এমরান হোসেন। সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য এডঃ চৌধুরী মোঃ আব্দুল হাই, সৈয়দ আফরোজ বখত এডঃ, ডাঃ সি এম দিলাওয়ার রানা, উপাধ্যক্ষ (অবঃ) মুহাম্মদ আব্দুজ জাহের, মোহাম্মদ আলী মমিন ও সৈয়দ জাহেদুল ইসলাম (জাহিদ)। বর্ণাঢ্য জনাকীর্ণ সংবর্ধনা সভা পরিচালনা করেন হবিগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডঃ আব্দুল আওয়াল তালুকদার। পবিত্র কোরআন তেলাওয়াত আলহাজ্ব ফরিদ মিয়া ও গীতা পাঠ করেন শংকর অধিকারী। সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন অধ্যক্ষ আলী আজগর, আমজাদ হোসেন চৌধুরী, ফজলুল করিম, আলহাজ্ব ফরিদ মিয়া, আব্দুল মোত্তালিব মমরাজ ও সুমন বনিক। স্বাগত বক্তৃতা করেন বিশিষ্ট ব্যাংকার তবারক আলী লস্কর। শবনম আফরোজা ডেইজী পৃথক পৃথক সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন এবং সংবর্ধিতরা ৭১’ এর স্মৃতিচারণ করেন। বক্তৃতা করেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, এডিসি মোহাম্মদ এমরান হোসেন, জেলা পরিষদ সচিব দূররে শাহ নোয়াজ, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু, শংকর পাল, এডঃ শাহজাহান বিশ্বাস, মোঃ আলাউদ্দিন, তাহমিনা বেগম গিনি, এডঃ মশিউর রহমান, রাতুল চন্দ্র বনিক, মোঃ শাহীন মিয়া। সভাশেষে সংবর্ধিতদের ক্রেষ্ট প্রদান করা হয়।