Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে সদর থানার আলোচিত দালাল জমির গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ ব্ল্যাকমেইল ও চাঁদাবাজির অভিযোগে সদর থানার আলোচিত দালাল জমির আলী (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুর ৩টার দিকে সদর থানার এসআই সাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের বেবিষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, জমির আলী দীর্ঘদিন ধরে মানবাধিকার সংস্থা (আসক) এর জোনাল সভাপতির পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। এ ছাড়া সাপ্তাহিক অপরাধ তথ্য বিচিত্রা ম্যাগাজিনের ক্রাইম রিপোর্টার পরিচয় দিয়ে মানুষকে ব্ল্যাক মেইল করে আসছিল।
পুলিশ আরো জানায়, গত বছরের ২৪ নভেম্বর সদর উপজেলার লুকড়া গ্রামের মৃত লাল মিয়ার পুত্র প্রবাসী আব্দুল আওয়াল ও তার পরিবারের বিরুদ্ধে অপরাধ তথ্য বিচিত্রায় সংবাদ প্রকাশের হুমকি প্রদান করে এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে দালাল জমির আলী। এ বিষয়ে আউয়াল বাদি হয়ে জমির আলীর বিরুদ্ধে অতিরিক্ত চীফ জুডিসিয়াল আদালতে মামলা দায়ের করে। মামলাটি বিচারক আমলে নিয়ে মামলা রুজুর জন্য সদর থানার ওসিকে নির্দেশ দেন। গতকাল শুক্রবার বিকালেই দালাল জমির আলীকে কারাগারে প্রেরণ করা হয়।
সদর থানার ওসি ইয়াছিনুল হক জানান, সে সদর থানার দালাল নয়। পুলিশের নাম ভাঙ্গিয়ে মানুষের সাথে প্রতারণা করতো।