Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের চা বাগানে খাদ্য সামগ্রী বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ১৭টি চা বাগানের সাড়ে ৩ হাজার দরিদ্র চা শ্রমিকের মধ্যে বিনামুল্যে প্যাকেটজাত খাবার ও আনুসাঙ্গিত দ্রব্য বিতরণ করা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে দেওরগাছ ইউনিয়ন কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য এডঃ মাহবুব আলী ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের আনুষ্ঠানিকভাবে এ খাবার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। সহকারি কমিশানর সালাহ উদ্দিনের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা বারিন্দ্র রায়ের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এডঃ মাহবুব আলী।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের. ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামছুননাহার চৌধুরী, সাটিয়াজুরী ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, অফিসার ইনচার্জ আজমিরুজ্জামান, আওয়ামীলীগ নেতা মাখন চকদার, সজল দাশ, মহরম আলী, সত্যেন্দ্র দেব, এমপির পিএস বেলাল আহমেদ, চুনারুঘাট রিপোর্র্টার্স ইউনিটির সভাপতি নুরুল আমিন, সেক্রেটারি আবুল কালাম আজাদ, আব্দুল আউয়াল, মানিক সরকার, মোস্তাফিজুর রহমান রিপন, সাইফুল আলম রুবেল, বকুল পাল, রঞ্জন পাল, বিপুল পাল, শাহাবুদ্দিন মোল্লা, শ্যামসুন্দর রায়, তৈয়ব মোমিন জুয়েল, দিবাকর ব্রম্মচারি, এতেপন পাল প্রমুখ। উপজেলার ১৪টি চা বাগানের ৩ হাজার ৫০৩ জন দরিদ্র চা শ্রমিকের মধ্যে প্রত্যেককে প্রথম কিস্তির ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ৫ কেজি আটা, ৩ কেজি ডাল, ২ লিটার তৈল ও ২টি করে সাবান প্রদান করা হয়। তৃতীয় কিস্তিতে অতিরিক্ত প্রত্যেককে ১টি শাড়ি ও ১টি লুঙ্গি প্রদান করা হবে। প্রত্যেক চা শ্রমিক ৩ কিস্তিতে মোট ৫ হাজার টাকার খাদ্য সামগ্রী দেওয়া হবে। খাদ্য সামগ্রী বিতরণে সরকারের পৌনে দুই কোটি টাকা ব্যয় হবে। সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের সমাজ সেবা অধিদপ্তর ইউনিসেপের অর্থায়নে এ খাদ্য সামগ্রী বিতরন করা হচ্ছে।