Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের সাতছড়িতে আলোকচিত্র প্রদর্শণী

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে প্রহর ক্লাবের উদ্যোগে ৩দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শণী শুরু হয়েছে। শুক্রবার বিকালে জাতীয় উদ্যানের ইন্টার পিটিশন সেন্টারে সাবেক বন সংরক্ষক অসিত রঞ্জন পাল এ আলোকচিত্র প্রদর্শণীর উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাতছড়ি রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন, বিট কমকর্তা আনিসুজ্জামান, বার্ডস ক্লাবের কামরুজ্জামান, আদিবাসী নেতা চিত্তরঞ্জন দেব বর্মা, জসিম উদ্দিনসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বার্ডস ক্লাবের প্রতিনিধিগন।
আলোকচিত্র প্রদর্শণী অনুষ্ঠানে সাতছড়ি জাতীয় উদ্যানের বিভিন্ন প্রজাতির পাখি, প্রজাপতিসহ বন্যাপ্রাণীর ছবি ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় ধারণকরা বন্যপ্রাণীর ছবি এ আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে। এ প্রদর্শনী চলবে আগামী রবিবার পর্যন্ত। এছাড়া বরিবারে উদ্যানে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হবে।