Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ শহরের শায়েস্তানগরে পানিবন্দি শতাধিক পরিবার

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকাসহ বিভিন্ন এলাকায় ড্রেনেজ ব্যবস্থা একেবারেই বিনষ্ট হয়ে গেছে। পানি নিষ্কাশনের স্থানগুলো ভূমিদস্যুদের দ্বারা ভরাট হওয়ায় অল্পবৃষ্টি হলেই ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বুধবার রাত ও বৃহষ্পতিবার সকালে বৃষ্টির পানি জমে শহরের শায়েস্তানগর এলাকার সিএনজি স্ট্যান্ডের পূর্ব পাশের গলিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। প্রায় পানিবন্দী হয়ে মানবেতর জীবন যাপন করছেন এ এলাকার বাসিন্দারা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শহরের চিরাখানা সড়কের পাশে পানি উন্নয়ন বোর্ডের অফিস। এ অফিসের ভেতর দিয়ে বয়ে গেছে ছোট পরিসরে চিরাখানা এলাকাবাসির পানি নিষ্কাশনের ড্রেন। এ ড্রেনটি পাশ্ববর্তী মৃত জইন উল্লা মিয়া ও নজরুল ইসলাম চাঁন মিয়ার বাড়ির পাশ হয়ে ট্রাফিক পয়েন্ট এলাকার সর্দার বাড়ির বড় ড্রেনের সাথে সংযুক্ত হওয়ার কথা থাকলেও বাস্তবে তা হয়নি। এ ড্রেনটি সর্দার বাড়ি এলাকার বড় ড্রেনের সাথে সংযোগ না থাকায় পানি ভবনের ড্রেনটি নজরুল ইসলামের বাসার পাশের পুকুর পর্যন্ত নির্মাণ করা হয়। একদিকে পুকুর অপরদিকে ছোট ড্রেনের সাথে বড় ড্রেনের সংযোগ না থাকায় এবং ময়লা আবর্জনায় ড্রেন দুইটি ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে তা অকেজো হয়ে পড়ে আছে। এলাকাবাসির অভিযোগ সময় বাঁচাতে শহরের অনন্তপুর, মাহমুবাদ, ইনাতাবাদসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীসহ প্রতিদিন শত শত মানুষ এ সড়ক ব্যবহার করে থাকেন। সড়কটি উন্নয়নের জন্য একাধিকবার পৌর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বিনিময়ে আশ্বাস ছাড়া কিছুই মিলেনি। ফলে অল্প বৃষ্টি হলেও সড়কটি জলমগ্ন হয়ে পড়ায় দূর্ভোগের শেষ নেই এলাকাবাসির। এহেন অবস্থায় ড্রেনসহ এ এলাকার সড়কটির উন্নয়ন করে দূর্ভোগ লাঘবের দাবি জানিয়েছেন এলাকাবাসি।