Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

অলিপুরে প্রবল বর্ষণে পানিবন্দি শতাধিক পরিবারে দূর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার অলিপুরে অবিরাম বৃষ্টিতে পানিবন্দি হয়ে পড়েছে শতাধিক পরিবার। ফলে ওই এলাকায় বসবাসকারী মানুষ চরম দূর্ভোগ পোহাচ্ছেন। ঘর থেকে বের হতে পারছে না ওই এলাকায় বসবাসকারী স্কুল কলেজগামী শিক্ষার্থীসহ শতাধিক পরিবারের সহ¯্রাধিক মানুষ।
এলাকাবাসির অভিযোগ ওই এলাকার চারপাশে হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কের বেষ্টনীর বাইরে অপেক্ষাকৃত নিচু জমিতে ঘর বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন শতাধিক পরিবার। প্রাণ কোম্পানীর পুর্ব এলাকায় বসবাসরত শতাধিক পরিবারের স্থাপনার পশ্চিম পাশে টারফিক কটন নামের একটি নতুন কোম্পানী তাদের প্রতিষ্ঠান নির্মাণ করছে। ফলে প্রাণ কোম্পানী এবং টারপিক কটন কোম্পানীর মাঝখানে বসবাস করে পানিবন্দি অবস্থায় দিনযাপন করছেন ওই এলাকার বাসিন্দারা। শুধু তাই নয় বৃষ্টির পানি সড়ক অতিক্রম করে অনেক বাড়িঘরে প্রবেশ করছে।
কিন্তু পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসিকে। গত বুধবার থেকে শুরু হওয়া অবিরাম বৃষ্টিতে এ দূর্ভোগ সৃষ্টি হয়েছে বলে জানান বাসিন্দারা।
স্থানীয় লোকজন আরও জানান, প্রাণ কোম্পানি ও টারফিক কটন নামে কোম্পানির এরিয়ার ভেতর পানি নিষ্কাশনের ড্রেন বন্ধ থাকায় পানি নিস্কাশন হচ্ছে না।
প্রাণ কোম্পানির জিএম মঞ্জুরুল আলম ও টারফিক কটন মিলের মালিক সামিলুল ইসলামকে বিষয়টি অবহিত করা হলে তারা সমাধানের আশ্বাস দেন। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে যুগোপযোগী কোন সিদ্ধান্ত অদ্যবদি গ্রহণ না করায় পানিবন্দি হয়ে মানবেতর দিন কাটাতে হচ্ছে এলাকাবাসিকে।