Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ৫টি বাড়ীর ১১ বনের লাচে আগুন

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে চারটি বাড়িতে আগুণ দিয়ে ১০টি বনের লাচ পুড়িয়ে ছাই করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, উপজেলার মিরাশী ইউনিয়নের আনন্দপুর গ্রামের বাসিন্দা হবিগঞ্জ শহরের বিশিষ্ট ব্যবসায়ী স্বর্গীয় ঈশ্বর পালের নাতী শংকর পালের বাড়ীর ৭টি বনের লাচে গত শনিবার রাতে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে পুড়িয়ে দেয়। শংকর পালের প্রায় ২০/২৫টি গরু রয়েছে। এখন গরুগুলো খাদ্য সংকটে ভোগছে। ওই বাড়ীর তত্ত্বাবধায়ক শ্যামল পাল (৪০) জানান, রাত ৮টায় কে বা কারা বনের লাচে আগুন দিয়ে চলে যায়। আমি হঠাৎ করে আগুণ দেখে সুর চিৎকারে শুরু করলে এলাকাবাসী এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। এদিকে গতকাল সন্ধ্যা ৭টার দিকে একই গ্রামের রিক্সা চালক গোলাপ মিয়া, রমিজ মিয়া, জন্টু পাল ও গোপেশ পালের ৪টি বনের লাচে আগুন দেয় দূর্বৃত্তরা। বাড়ির লোকজনের সুরচিৎকারে আশপাশের লোকজন এসে আগুণ নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী মাষ্টার, দেওরগাছ ইউপি চেয়ারম্যান সামছুন্নাহার বেগম ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমুল্য কুমার চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে আমিসহ পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। তবে তিনি বলেন গতকাল রবিবার ৪টি বাড়িতে নয় একটি বাড়ির বনের লাচে আগুণ দেয়া হয়েছে। তিনি বলেন, যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে। দূর্বৃত্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। এলাকাবাসী ঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবী জানান।