Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে ২ দিনব্যাপী কর মেলা সমাপ্ত

স্টাফ রিপোর্টার ॥ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সমাপ্ত হলো নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে আয়োজিত ২দিন ব্যাপী কর মেলা। মেলায় পৌর কর দাতাগণের সরব উপস্থিতি মেলাকে বিশেষায়িত করেছে। পৌর কর দাতাগণ স্বতঃস্ফূর্তভাবে কর প্রদান করে পৌরসভার উন্নয়নে ভূমিকা রেখেছেন বলে মনে করে নবীগঞ্জ পৌর পরিষদ। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী মেলার শেষ দিনে নবীগঞ্জ পৌরবাসীর উদ্দেশ্যে সমাপনী বক্তব্যে বলেন- নবীগঞ্জ পৌরসভায় এই দ্বিতীয় বারের মতো কর মেলায় আপনাদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা এবং আন্তরিক সহযোগিতার মাধ্যমে কর মেলাকে প্রাণবন্ত করে তুলার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন মেয়র। তিনি বলেন- আপনাদের এ অনুপ্রেরণায় পৌরসভার সকল কর্মকাণ্ডে সাফল্য বয়ে আনবে। তিনি কর মেলায় নবীগঞ্জ উপজেলা পরিষদ, নবীগঞ্জ থানা, পৌর পরিষদ ও পৌরসভার সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ-সহ সংশ্লিষ্ট সকলকে মেলাকে সফল ও সার্থক করার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। অনুষ্ঠান সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তী।
এতে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আলাউদ্দিন, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, সাবেক কাউন্সিলর ফুর্শিদা ইয়াসমিন, সারেগামা’র সভাপতি বিন্দু সূত্রধর, নীলকণ্ঠ দাশ সামন্ত নন্টি, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, পৌর সচিব মো. আজম হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মোঃ সহিদুল হক, প্রশাসনিক কর্মকর্তা তপন কুমার চন্দ, হবিগঞ্জ সময়ের প্রকাশক সেলিম তালুকদার, স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী, কর আদায়কারী আলহাজ মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী মোঃ আবু মুছা, টিকাদান সুপারভাইজার এলেমান আহমেদ চৌধুরী, টিকাদানকারী বনানী দাশ, আছকির মিয়া, জুয়েল চৌধুরী সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সর্বশেষে অনুষ্ঠিত হয় মেলার সবচেয়ে আকর্ষনীয় পর্ব র‌্যাফেল ড্র। উক্ত র‌্যাফেল ড্রতে ২১ জনকে ৫টি ক্যাটাগরিতে লটারীর মাধ্যমে বিজয়ী ঘোষণা করে পুরস্কার প্রদান করা হয়। নবীগঞ্জ পৌরসভার মেয়র, কাউন্সিলর ও সংরতি কাউন্সিলরবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।