Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা ॥ আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে কাউকে গ্রেফতার করছেনা পুলিশ

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে হত্যার ৩ মাস অতিবাহিত হলেও আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে। পুলিশ কাউকে গ্রেফতার করছে না বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। এছাড়া মামলা তুলে নেয়ার জন্য নিহতের পরিবারকে হুমকি দেয়া হচ্ছে। গতকাল বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন পরিবারের লোকজন।
সংবাদ সম্মেলনে নিহত স্কুল ছাত্রীর মা শেখ হাজেরা খাতুন লিখিত অভিযোগে বলেন, গত বছরের ৯ নভেম্বর মাধবপুর উপজেলার ইটাখোলা কাশিপুর গ্রামের শামসুল ইসলামের কন্যা ও সৈয়দ উদ্দিন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী শাহ জিনিয়া ইসলাম বৃষ্টিকে পাশ্ববর্তী বাড়ির জলফু শাহ ওরফে শানু মিয়ার ছেলে আছিবুল ইসলাশ শান্ত ঘরে প্রবেশ করে বৃষ্টিকে জোর পূর্বক ধর্ষণ করে। এ সময় বৃষ্টি শোর চিৎকার করলে তাকে গলাটিপে হত্যা করে লাশ ঘরের তীরের সাথে ঝুলিয়ে রাখে শান্ত। পরে তাকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। এ ঘটনার পর তাড়াহুরা করে লাশ দাফন করা হয়। এ ঘটনার পর ২৮ নভেম্বর নিহত স্কুল ছাত্রীর মা শেখ হাজেরা খাতুন বাদী হয়ে শান্তকে প্রধান আসামী করে ৮ জনের বিরুদ্ধে আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ২৬ ডিসেম্বর দুপুরে আদালতের আদেশে মৃত্যুর ৪৭ দিন পর নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। মামলা দায়েরের ৩ মাস পরও আসামীরা কেউ গ্রেফতার হয়নি। প্রকাশ্যে ঘুরাফেরা করছে আসামিরা। পুলিশ রহস্য জনক কারনে তাদেরকে গ্রেফতার করছে না। এছাড়া মামলা তুলে নেয়ার জন্য আসামীরা প্রকাশ্যে মামলা তুলে নেয়ার জন্য হত্যার হুমকি দিচ্ছে। এছাড়া প্রধান আসামী শান্তর বাবা জলফু শাহ প্রতিনিয়িত হত্যার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করছে বলেও অভিযোগ করা হয়। আসামীরা প্রকাশ্যে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ও হাসপাতালের ডাক্তার মহসিন করিমকে ম্যানেজ করা হয়েছে। কিছুই করতে পারবে না। এমন অবস্থায় বাদী ন্যায় বিচার নিয়ে শংকা প্রকাশ করেছেন। তাই অবিলম্বে স্কুল ছাত্রী বৃষ্টি হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানান। এ সময় বৃষ্টির বাবা শামসুল  ইসলাম ও তার ছোট ভাই উপস্থিত ছিলেন।