Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঝাঁকজমকভাবে সূচনা হলো নবীগঞ্জ পৌরসভার পৌর কর মেলা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ‘পৌরসভার উন্নয়নে, কর দেবো খুশি মনে’-এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে গত ২৮ মার্চ শুরু হল ২য় বারের মত ২ দিন ব্যাপী পৌর কর মেলা-২০১৭। প্রধান অতিথি থেকে মেলার শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদ।
উদ্বোধনী বক্তৃতায় তিনি বলেন, ‘পৌর করের উপর নির্ভর করে একটি পৌরসভার সার্বিক উন্নয়ন। তাই পৌরকর পরিশোধ করা আমাদের প্রত্যেক সচেতন নাগরিক হিসেবে নৈতিক দায়িত্ব। বিদ্যুৎবিল এলে আমরা যেভাবে সাথে সাথে পরিশোধ করি, তেমনি পৌরকরও নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে হবে। তিনি করদাতাদের করদানে উদ্বুদ্ধ করণের লক্ষ্যে বলেন, ‘দেশকে করতে স্বনির্ভর, দেবো সবাই পৌরকর।’ তিনি নবীগঞ্জ পৌরসভার মেয়র, পৌর পরিষদ ও পৌরসভা অফিসের কর্মকর্তা/কর্মচারীদের ২য় বারের মত পৌর কর মেলার আয়োজন করায় ধন্যবাদ জানান। গতকাল ২৮ মার্চ সকালে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ২দিন ব্যাপী নবীগঞ্জ পৌরসভা প্রাঙ্গণে ‘পৌর করমেলা-২০১৭ উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং সহকারী কর আদায়কারী পৃথ্বিশ চক্রবর্ত্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজিনা সারোয়ার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ, নবীগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জিয়াউর রহমান। স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার কর আদায় ও নিরূপন কমিটির আহ্বায়ক কাউন্সিলর মোঃ আলাউদ্দিন। পবিত্র কোরআন তেলাওয়াত করেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন এবং পবিত্র গীতা পাঠ করেন স্যানেটারি ইন্সপেক্টর সুকেশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-২ বাবুল চন্দ্র দাশ, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মোঃ আঃ ছালাম, কাউন্সিলর মোঃ কবির মিয়া, কাউন্সিলর মোঃ সুন্দর আলী, কাউন্সিলর মোঃ জাকির হোসেন, সংরক্ষিত কাউন্সিলর মোছাঃ রোকেয়া বেগম, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, উত্তরা ব্যাংক নবীগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মোঃ শফিকুল হক, নবীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, পৌর সচিব মো. আজম হোসেন, সাবেক কাউন্সিলর আলহাজ্ব মোঃ মোজাহিদ আহমদ, কর আদায়কারী মোহাম্মদ ইকবাল আহমেদ, প্রধান সহকারী সরাজ মিয়া, কার্য-সহকারী মোঃ আবু মুছা, এলেমান আহমেদ চৌধুরী, আবুল কালাম মিঠু, ওয়াহিদুজ্জামান জুয়েল, বনানী দাশ, আছকির মিয়া, জুয়েল চৌধুরী, আশফাকুজ্জামান বাচ্চু, মোঃ আলফু মিয়া, গঙ্গেশ দাশ, নিকুঞ্জ দাশ প্রমুখ। অনুষ্ঠানের বিশেষ অতিথি নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার বলেন, ‘নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর মেলা ২০১৭’ পৌর করদাতাদের করদানের মাধ্যমে সফল ও সার্থক হবে বলে আমি মনে করি।’ তিনি পৌরসভার সার্বিক উন্নয়নের জন্য কর দাতাদের পৌরকর পরিশোধের আহ্বান জানান। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জীতেন্দ্র কুমার নাথ বলেন, ‘পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মেধার ভিত্তিতে বৃত্তি প্রদান, পৌরস্কুল স্থাপন, ডাস্টবিন বিতরণ, বইমেলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান, ২য় বারের মতো পৌর করমেলা সহ বিভিন্ন ভালো উদ্যোগ গ্রহণ এবং সফলভাবে বাস্তবায়নের জন্য নবীগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর পরিষদের ভূয়সী প্রশংসা করেন। সভাপতির বক্তৃতায় নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী বলেন, ‘নবীগঞ্জ পৌরসভাকে টএওওচ-৩ সহ সকল সরকারি ও বেসরকারি প্রকল্পে অন্তর্ভূক্ত হতে হলে পৌর কর আদায়ের হার ৮০% হওয়া আবশ্যক। কিন্তু প্রকল্পগুলোর শর্তানুযায়ী অন্যান্য বিষয় ভাল থাকা সত্যেও পৌর কর আদায়ের দিকে আমরা অনেক পিছিয়ে আছি। এ বিষয়ে জনগণকে অবহিত করণসহ পৌর কর প্রদানে উদ্বোদ্ধ করণের লক্ষ্যে দ্বিতীয় বারের মতো এই পৌর কর মেলার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ‘আমি আশা করি নবীগঞ্জ পৌরসভার সম্মানিত করদাতাগণ পৌর কর প্রদান করে প্রকল্পগুলোতে অন্তর্ভুক্ত হতে সার্বিক সহযোগিতা করবেন। সভাশেষে নবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে হবিগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক আহমেদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
উল্লেখ্য, মেলায় কর দাতাদের অনুপ্রাণিত করতে ব্যক্তি পর্যায়ে সেরা কর দাতা ১০ জন, প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৪ জন, অগ্রিম করদাতা ১৬৭ জন ও নিয়মিত কর দাতা ৮০০ জনকে সম্মাননা সনদ ও উপহার প্রদান করা হয়।