Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের শ্রীকুটায় অর্ধ-রাস্তা দখল করে বালু বোঝাই ॥ দূর্ঘটনার আশঙ্কা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে অর্ধ রাস্তা দখল করে অবৈধভাবে বালু বোঝাই করা হচ্ছে। বেশ কিছুদিন যাবত চুনারুঘাট উপজেলার শ্রীকুটা বাজারের অদূরে ক্বেরাতিয়া মাদ্রাসার বিপরীত পাশে শায়েস্তাগঞ্জ-চুনারুঘাট এর অর্ধ সড়কে ট্রাক ও ট্রাক্টর দাঁড় করিয়ে অবৈধভাবে বালু বোঝাই চলছে।
সরেজমিনে দেখা যায়, ওই স্থানে ৩/৪ ট্রাক ও ট্রাক্টর একসাথে অর্ধ রাস্তা পর্যন্ত দাঁড় করিয়ে বালু বোঝাই করছেন এক অসাধু ব্যবসায়ী। প্রতিদিন এ রাস্তা দিয়ে ওই মাদ্রাসা-মসজিদের মুসল্লী, আশ-পাশের স্কুলের কোমলমতি ছাত্র-ছাত্রীসহ ৭ থেকে ৮ গ্রামের প্রায় আট হাজার পথচারী চলাচল করেন। সড়কে চলে হরদম গাড়ী। এভাবে বালু বোঝাইয়ের কারণে প্রশস্ত ওই সড়কের স্পেস কমে যাওয়ার ফলে যানবাহন ও ভাট্রেক এর সময় ভয়াবহ রূপ ধারণ করে। যেকোনো সময় অনাকাংখিত সড়ক দূর্ঘটনার আশঙ্কা রয়েছে। ফারুক মিয়া নামে এক ব্যক্তি জানান, ‘আমার মেয়েকে এ রাস্তা দিয়ে স্কুলে নিয়ে যাই। তখন বড্ড আতঙ্কে থাকি, ভয় লাগে। কখন যে কে দূর্ঘটনার স্বীকার হয়।
বালুর ব্যবসায়ী মোঃ শাহজাহান মিয়ার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এটা আমার ব্যবসা। এ বালু বোঝাই করেই আমি জীবিকা নির্বাহ করি।’
চুনারুঘাট থানার ওসি কেএম আজমিরুজ্জামানকে বিষয়টি অবহৃত করলে তিনি বলেন, ‘আমি অতি শীঘ্রই ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা নেব।