Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সিলেট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার আব্দুর রশিদের দাফন সম্পন্ন

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম এ আহমদ আজাদের চাচাতো ভাই সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার মোঃ আব্দুর রশিদ (৩৬) আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গত শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ে কাজ তদারকি করার সময় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। তিনি ব্যক্তি জীবনে ৮ ভাই বোনদের মধ্যে ৪র্থ ছিলেন। তিনি ছিলেন নিসন্তান। তার নামাজে জানাযা গতকাল রোববার বেলা ১১টায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের নিজ গ্রাম দৌলতপুর দক্ষিণ মাঠে অনুষ্টিত হয়েছে। উক্ত জানাযার নামাজে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবির লোকজন অংশ নেন। জানাযা পুর্বে সাংবাদিক এম এ আহমদ আজাদের পরিচালনায় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমান, সহকারী কমিশনার (ভুমি) মাহমুদুল হক, অফিসার্স ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, সিলেট শাহজালার অফিসার্স ক্লাবের সভাপতি জয়নাল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক আহমেদ মাহবুব ফেরদৌস, রাজনগর উপজেলার সাবরেজিস্টার আব্দুল করিম দলা মিয়া, ইউপি চেয়ারম্যান এডঃ মাসুম আহমেদ জাবেদ, ইউপি চেয়ারম্যান দিলাওর হোসেন, সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম, সৈয়দ মতিউর রহমান পিয়ারা, জাতীয় পার্টির সভাপতি ডাঃ শাহ আবুল খায়ের, আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বিএনপির সাধারন সম্পাদক মুজিবুর রহমান শেফু, দিনারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান হুসাইন আহমদ চৌধুরী, মরহুমের চাচা ইউপি সদস্য মাসুক মিয়া প্রমুখ। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।