Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডন নেওয়ার নামে ১৯ লাখ টাকা আত্মসাতের মামলায় নবীগঞ্জের মজনু কারাগারে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়ার ছোট ভাই ফখরুল ইসলাম রকিকে লন্ডন নেওয়ার নাম করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় নবীগঞ্জের মজনু মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মজনু মিয়া আদালতে হাজির হয়ে জামিন আবেদন করে। পরে আদালত শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। মজনু নবীগঞ্জ উপজেলার গুলডুবা গ্রামের রিফাত উল্লাহর পুত্র। বর্তমানে সে নবীগঞ্জ পৌর এলাকার (রিফাত মঞ্জিল) উসমানী রোড এ বসবাসরত।
জানা যায়, হবিগঞ্জ পৌর সভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর জুনায়েদ মিয়ার ছোট ভাই ফখরুল ইসলামকে লন্ডন নেওয়ার কথা বলে ১৯ লাখ টাকা হাতিয়ে নেন মজনু মিয়া। পরে বার বার তার কাছে যাওয়া হলে লন্ডন নেওয়াতো দুরের কথা তার কোন সু-উত্তরও পাওয়া যায়নি। এ ঘটনায় ২০১৬ সনের ১৫ জুলাই হবিগঞ্জ সদর থানায় কাউন্সিলর জুনায়েদ মিয়া বাদী হয়ে মজনুর বিরুদ্ধে একটি প্রতারণার মামলা দায়ের করেন। পরে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে প্রেরণ করা হয়। সিআইডি দীর্ঘদিন তদন্ত শেষে গত ২৮ জানুয়ারী মজনু মিয়ার বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমান সাপেক্ষে কোর্টে চার্জশিট দাখিল করেন।