Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা প্রশাসনের আয়োজনে হবিগঞ্জে গণহত্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ যথাযথ মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির বলেন, ২৫ শে মার্চের কালোরাতে হানাদার বাহিনীর সদস্যরা ভেবেছিল গণহত্যা চালিয়ে বাঙালিদের নিঃশেষ করে দিবে। তাদের সকল অপচেষ্টা বাঙালির ধামাল ছেলেরা নসাৎ করে দেয়। কিন্তু সেদিন আমরা হারিয়েছিলাম দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীসহ অগণিত বাঙালিকে।
জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ সফিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ রুকন উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এডভোকেট মোহাম্মদ আলী পাঠান, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুস সহিদ প্রমুখ।