Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ ১৯৭১ সালের পঁচিশে মার্চ নিরস্ত্র বাঙালির উপর পাকিস্তানী সেনাবাহিনী যেস্তৃশংস হত্যা চালিয়েছিল তা ছিল মানবাধিকারের চরম লঙ্ঘন। ২৫ মার্চ রাতে বাঙালির উপর চালানো হত্যার ঘটনা পৃথিবীতে বিরল যা ভিয়েতনামের যুদ্ধে সংঘটিত নৃশংসতাকেও হার মানায়। বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার নিয়মিত সাপ্তাহিক সভায় বক্তাগণ এসব কথা বলেন। সভায় ২৫ মার্চ কালো রাতে নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে এ দিনটিকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহবান জানানো হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি হারুনুর রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম খোকনের পরিচালনায় সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম ও কবি তাহমিনা বেগম গিনি। সভায় অন্যান্যের মধ্যে অংশ নেন গোলাম আকবর চৌধুরী, অ্যাডভোকেট জন্টু দেব, শর্বানী দত্ত, শরীফ চৌধুরী, এস এম তাহের, প্রভাষক তানসেন আমীন, হুমায়ূন কবির, প্রভাষক সাদিরুজ্জামান খান যোসেফ, সিরাজুল ইসলাম জীবন ও মঈন উদ্দিন আহমেদ। সভায় মাধ্যমিক শিক্ষক সমিতি বানিয়াচঙ্গ উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হওয়ায় গোলাম আকবর চৌধুরী ও শিক্ষা বাতায়নে হবিগঞ্জের সেরা ১১ কন্টেন্ট নির্মাতাদের একজন মনোনীত হওয়ায় আদর্শ শিক্ষিকা শর্বানী দত্তকে কমিশনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।