Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হলদারপুর গ্রামের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ফরিদাকে এলাকাবাসীর ফুলের শুভেচ্ছা

প্রেস বিজ্ঞপ্তি ॥ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানী হানাদার বাহিনীর বর্বোরোচিত বিমান হামলায় হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৭নং বড়ইউড়ি ইউনিয়নের হলদারপুর গ্রামের ১১ জন নারী পুরুষ শহীদ হন। আহত হন অসংখ্য মানুষ। আহত অবস্থায় পঙ্গুত্ব বরন করেন ফরিদা খাতুন। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অনেক বাড়ীঘর। ধ্বংস হয় অনেক গাছপালা। স্বাধীনতার অনেক বছর পরেও ফরিদা খাতুন সরকারীভাবে কোন সাহায্য সহযোগিতা পাননি। অবশেষে স্বাধীনতার ৪৩ বছর পরে চেতনায়’৭১ এর সদস্য সচিব কমান্ড্যান্ট মানিক চৌধুরীর সুযোগ্য কন্যা এড. কেয়া চৌধুরীর অকান্ত প্রচেষ্ঠায় দক্ষ লেখনীর মাধ্যমে প্রকৃত তথ্য উৎঘাটিত হয়। পত্রিকায় লেখালেখি করেন ১১জন শহীদদের রক্ত ঝড়ানো ইতিহাস ও আহতদের সেই করুণ কাহিনী নিয়ে। পত্রিকায় লেখালেখির পর বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। তারপরই যুদ্ধাহত ফরিদা পান মুক্তিযোদ্ধা সনদ এবং সরকারী খরচে লাগানো হয় তার কৃত্তিম পা। এ ব্যাপারে গতকাল রবিবার বিকেলে শিবগঞ্জ বাজারে গ্রামবাসী ও এলাকাবাসীর পক্ষ থেকে ফরিদা খাতুনকে ফুলের শুভেচ্ছা দেওয়া হয় এবং কেয়া চৌধুরীর প্রতি কৃঞ্জতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। এ সময় বক্তব্য রাখেন শিবগঞ্জ বাজার কমিটির সভাপতি ডাঃ আতাউর রহমান, বিশিষ্ঠ মুরুব্বী হানিফ উল্লাহ মেম্বার, ডাঃ আব্দুল মুকিত, আব্দুল মাহিদ, হাফিজুর রহমান, বড়ইউড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সহ-সভাপতি ওমর আলী, যুবলীগ নেতা শাহ্জাহান মিয়া, আওয়ামীলীগনেতা মোস্তফা মিয়া, ফজলু মিয়া, শেখরুল ইসলাম, হাফিজ সুমন আহমেদ, ছাত্রলীগ নেতা মোফাজ্জল হোসেন, সোহাগ আহমেদসহ বাজারের গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন।