Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে মেম্বার আজাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা

প্রেস বিজ্ঞপ্তি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার আজাদ মিয়ার বিরুদ্ধে এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে মামলা দায়েরের প্রতিবাদে এবং প্রত্যাহারের দাবীতে প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজন। গত মঙ্গলবার রাতে উপজেলার দেবপাড়া (বালিদ্বারা) বাজারে নারান্দি গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের আয়োজনে উক্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বাজারের বিশিষ্ট ব্যবসায়ী নারায়ন চন্দ্রের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমির কর, রবেন্দ্র আচার্য্য, হিমাংষু, কেশব চন্দ্র দেব, রতিন্দ্র আচার্য্য, জিতেন্দ্র, শম্বু, রবি, রিপন, প্রিয়তোষ, মনি, ফনি, অমর মন্টু, বিশ^জিত, সুজিত, রানু, দূর্গাসহ অনেকেই। এছাড়াও জাপা নেতা এলাইছ মিয়া, বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক ইকবাল আহমেদ, ইউপি সদস্য শিবলু মিয়াসহ এলাকার কয়েক শতাধিক উপস্থিত ছিলেন। মেম্বার আজাদের বিরুদ্ধে দায়ের করা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, মেম্বার আজাদ মিয়া নির্বাচিত হওয়ার পর থেকে ওয়ার্ডবাসীর জন্য উন্নয়নমূলক কাজ করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু একটি কুচক্রি মহল উন্নয়ন কাজে বাধা ও মেম্বার আজাদের ক্ষতি করার হীন প্রচেষ্ঠায় লিপ্ত রয়েছেন। কুচক্র মহলটি গত শনিবার নারান্দি গ্রামের বিষু করকে দিয়ে নবীগঞ্জ থানায় হামলার অভিযোগ এনে মেম্বার আজাদের বিরুদ্ধে মামলা দায়ের করায় যা মিথ্যা ও ষড়যন্ত্রমূল। বক্তারা মামলা প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন।