Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নজীর মার্কেটের একে হাসপাতালে হামলা ভাংচুর ॥ আহত ২

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে দোকানের মালিককে কর্মচারি বলায় একে হসপিটাল লিমিটেডে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হাসপাতাল স্টাফ ও ঔষধ কোম্পানীর প্রতিনিনিধিসহ ৫ জন আহত হয়। দুর্বৃত্তরা হাসপাতালের আসবাবপত্র ও গ্লাস ভাংচুর করে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন, একে হসপিটালের অর্থেপেডিক ডাঃ কামরুল হাসানের সহকারি রিচি গ্রামের গোলাম মোহাম্মদের পুত্র বেলাল আহমেদ (৪০) ও এসকে ফার্মা লিমিটেড ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদ (২৭) আহত হয়। আহত সূত্রে জানা যায়, গত ২০ মার্চ শহরের বাণিজ্যিক এলাকার বনফুল সুইট এন্ড কোং এর সামনের সড়কে মোটরসাইকেল রাখা নিয়ে ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদ আহমেদের সাথে বাকবিতন্ডা হয় বনফুলের মালিক।
এ সময় বনফুল মালিককে লক্ষ্য করা বলা হয়, ‘সে মালিক নয় কর্মচারি’। এ নিয়ে দুই পক্ষের মাঝে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। উপস্থিত লোকজন বিষয়টি তাৎক্ষনিক সমাধান করে দেন। এদিকে গতকাল সন্ধ্যায় বনফুল মালিক একদল যুবক নিয়ে নজির সুপার মার্কেটে অবস্থিত একে হসপিটালের সামনে যান। এ সময় তার সাথে থাকা লোকজন ঔষধ কোম্পানীর প্রতিনিধি জুনেদের উপর হামলা চালালে আত্মরক্ষার্থে জুনেদ হাসপাতালে ঢুকে পড়েন। এ সময় তাকে রক্ষায় এগিয়ে আসেন বেলাল আহমেদ। দুর্র্বৃত্তরা এ সময় বেলাল ও জুনেদকে পিঠিয়ে আহত এবং হাসপাতালে ভাংচুর করে। স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত অবস্থায় বেলাল ও জুনেদকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।