Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জেলা সমাজসেবা অফিসে নাশকতার অভিযোগে আটক শিশু জিম্মায় মুক্তি

SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা সমাজসেবা অফিসে নাশকতার অভিযোগে রাজু মিয়া (১০) নামের এক শিশু ধরাশায়ী হয়েছে। তবে রাজুকে নিয়ে পুলিশ ও সমাজসেবা অফিসার পড়েছে বিপাকে। অবশেষে বিষয়টির সুরাহা না হওয়ায় তাকে জিম্মায় ছেড়ে দেয়া হয়। পুলিশ ও সমাজসেবা অফিস সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকালে রাজু তার দুই সহযোগি নিয়ে সমাজসেবা অফিসে প্রবেশ করে কেরোসিন দিয়ে আগুন লাগানোর চেষ্টা করে। বিষয়টি ওই অফিসের পিয়ন আঁচ করতে পেরে রাজুকে ধরলেও অপর শিশুরা পালিয়ে যায়। পরে সমাজসেবা অফিসের সহকারি পরিচালক হাবিবুর রহমান এসে রাজুকে আটকে রাখেন। বিকালে রাজুর গরুর বাজার এলাকার ভাড়াটিয়া বাসায় নিয়ে যান। সেখানে তার অভিভাবক না পেয়ে সদর থানায় নিয়ে আসেন। সেখানে পুলিশ তাকে রাখতে অপারগতা প্রকাশ করে। থানা থেকে রাজুর পিতা মাতাকে খবর দেয়া হলে তারা কেউ আসেনি। পরে সন্ধ্যায় সমাজসেবা অফিসার পুনরায় গরুবাজার এলাকায় রাজুকে নিয়ে যান এবং মালিকের জিম্মায় দেন। এ ব্যাপারে সমাজসেবা অফিসের সহকারি পরিচালক হাবিবুর রহমান জানান, পুলিশ না রাখায় তাকে ভাড়াটিয়া বাসার মালিকের জিম্মায় দেয়া হয়েছে।