Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র সহ দুর্ধর্ষ ডাকাত টেনু গ্রেপ্তার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে আগ্নেয়াস্ত্র ও রামদাসহ দুর্ধর্ষ ডাকাত টেনু (২৮) কে পুলিশ গ্রেফতার করেছে। সে কাগাপাশা ইউনিয়নের ওমরপুর উত্তরপাড় গ্রামের গজম্বর আলীর পুত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বিকেলে বানিয়াচং থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেনু আগ্নেয়াস্ত্রসহ তার নিজ বাড়িতে অবস্থান করছে।
খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক, সেকেন্ড অফিসার এসআই ওমর ফারুক মোড়ল, এসআই মোস্তাক আহমেদ, এএসআই আবুল খায়ের, এএসআই জালাল, এএসআই মোজাম্মেল, এএসআই খলিলসহ একদল পুলিশ বিকেল ৫টা ১০ মিনিটে তার বাড়ি ঘেরাও করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত টেনু পালাবার চেষ্টা করে। কিন্তু পুলিশ বেষ্টনি থাকার কারণে সে পালাতে ব্যর্থ হয়। পরে পুলিশ তার ঘর থেকে তাকে গ্রেফতার করে এবং তল্লাশি করে একটি দেশীয় পাইপগান, দুইটি গুলি ভর্তি কার্তুজ, ৫টি রামদা ও লম্বা একটি লোহার রড উদ্ধার করে। ডাকাত টেনুর বাড়িতে পুলিশের অভিযান চলাকালে এলাকার উৎসুক জনতা উপস্থিত হয়ে তার দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান। অস্ত্রসহ গ্রেফতারকৃত ডাকাত টেনুকে কড়া পুলিশ প্রহরায় বানিয়াচং থানায় নিয়ে আসার পর উপজেলা সদরে জানাজানি হলে সেখানেও উৎসুক জনতা ভিড় জমান এবং তার শাস্তির দাবি করেন। রাতে টেনুর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।