Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইনাতগঞ্জ সড়কে হামলা ভাংচুর ৩দিন ধরে সিএনজি চলাচল বন্ধ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সঈদপুর বাজার সিএনজি শ্রমিক ও দীঘলবাক ইউপির সিএনজি শ্রমিকদের মধ্যে বিরোধ তুঙ্গে উঠেছে। ইনাতগঞ্জ-সঈদপুর সড়কে দীঘলবাক এলাকার শ্রমিকরা সিএনজি ভাংচুর ও চোরাগুপ্তা হামলার জন্য গত ৩দিন ধরে যানচলাচল বন্ধ রয়েছে। ফলে জন সাধারণ চরম দূর্ভোগ পোহাচ্ছে।
গত সোমবার পূর্ব বিরোধের জেরধরে ওই সড়কের রায়ঘর গ্রামের কাছে আকলুছ মিয়ার দোকানে গেলে খবর পেয়ে একদল লোক সিএনজি শ্রমিক জিয়াপুর গ্রামের দুলাল মিয়া (৩০) এর উপর হামলা চালায়। তার সাথে থাকা সিএনজিটি ভাংচুর করা হয়। রক্তাক্ত অবস্থায় দুলালকে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এব্যাপারে সঈদপুর সিএনজি ষ্ট্যান্ডের ম্যানেজার গেন্দু মিয়া জানান, দীঘলবাক এলাকার শ্রমিকরা আমাদের গাড়ি ভাংচুর ও শ্রমিকদের মারধর করছে। এজন্য ওই সড়কে আমরা সিএনজি চলাচল বন্ধ রেখেছি। এ ঘটনায় সিএনজি শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।