Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পাগলা কুকুরের কামড়ে শিশু-নারীসহ আহত ৩০

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পাগলা ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব মারাত্মক আকার ধারণ করেছে। ভারপ্রাপ্ত মেয়র বলছেন কুকুরগুলো নিধণ করা হবে। তার কাছ থেকে কেবল আশ্বাসই মিলছে কিন্তু বাস্তবে কোন মিল পাওয়া যাচ্ছে না। এতে ক্ষুব্দ হয়ে উঠেছেন পৌরবাসি।
তাদের অভিযোগ, কয়েক মাস আগে বেওয়ারিশ কুকুর নিধনের উদ্যোগ নেয় পৌর কর্তৃপক্ষ। তিনদিন ব্যাপী চলে কুকুর নিধন। কিন্তু তা সেলফির মাঝেই সীমিত ছিল। তিনদিনের অভিযানে অর্ধশতাধিক কুকুর নির্ধন করে ছবি তোলে পত্রিকায় সরবরাহ করে দেখানো হয় কুকুর নিধন করা হয়। গত ২৪ ঘন্টায় শিশু মহিলাসহ অর্ধশতাধিক লোককে কামড়িয়েছে বেওয়ারিশ কুকুর।
রবিবার সকাল থেকে সোমবার দুপুর পর্যন্ত শায়েস্তানগর, মাছুলিয়া, অনন্তরপুর, ইনাতাবাদ, মোহনপুর, রাজনগর, পুরান মুন্সেফী, শ্যামলী, বদিউজ্জামান খান সড়ক, আলী প্লাজা সড়কসহ বিভিন্ন এলাকার প্রায় ৩০ জন নারী/ শিশু ও পুরুষকে কুকুর কামড়িয়েছে। আহত অবস্থায় সিরাজ (৬), হিরেন্দ্র লাল দাশ (৭০), রিফা (১০), নাদিয়া (৫), মনিরা (১২), ব্যবসায়ী নানু (৫৫), করিম (৩), মানিক চাঁন (৭৫), রুহেন (৫), সুজন (২৪), তোফাজ্জল (৬০), রবিউল (১৪), আনোয়ারা (৩৫), নাঈম (১৮), মনির হোসেন (১২), রিফা (১৮), পারভিন (৩৫), সীমা (৭), রাকিব (৯), আকিব (৫), মোতাব্বির (১১), আব্দুল হান্নান (৫৫), জুবায়ের (১১), খলিলুর (৯), শিশু মিয়া (১৫) ও জাবের (২০) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ছাড়া রজব আলী (৮৫) কে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত রোগী ও ভুক্তভোগীদের অভিযোগ সদর হাসপাতালে গিয়ে কুকুরের কামড়ের আহতরা পর্যাপ্ত চিকিৎসা পাচ্ছেন না। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে পর্যাপ্ত পরিমাণ ইনজেকশন ও ভ্যাকসিন নেই। ফলে অধিকাংশ রোগীকে বাইরে থেকে ইনজেকশন কিনে আনতে হয়।
উল্লেখ্য হবিগঞ্জ শহরে দীর্ঘদিন ধরে বেওয়ারিশ কুকুরের উৎপাত-উপদ্রব খুব বেড়ে গেছে। বাসা থেকে বের হলেই পথচারীরা নানা স্পটে কুকুরের উপদ্রবের মুখোমুখি হচ্ছে প্রতিদিন। বিশেষ করে মানুষ দেখলেই আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে আসছে কুকুরের দল। কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ শুনে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নাকানি-চুবানি অবস্থা হয়ে পড়েছে। দল বেঁধে কুকুরেরা পথচারীদের ওপর হামলে পড়ছে। কম বয়সী শিক্ষার্থী শিশু-কিশোরগণ কুকুরের ভয়ে থাকে প্রতিনিয়ত তটস্থ ও উৎকণ্ঠায়।
শহরের রাস্তাঘাটে বিচরণকারী কুকুরদের সারাক্ষণ ঘেউ ঘেউ শব্দে আরামের ঘুম হারাম হয়ে যাচ্ছে শহরবাসির। ৫/৭টি কুকুর এক সাথে এমন বিকট শব্দে রাতভর ঘেউ ঘেউ শব্দ করে।
পৌরবাসির অভিযোগ, জনপ্রতিনিধি তথা কাউন্সিলররা শহরবাসীকে কুকুরদের উপদ্রব ও উৎপাত থেকে পরিত্রাণ দিতে কোনো ভূমিকাই রাখছেন না। যা পৌরবাসিকে হতাশ করেছে।
এহেন অবস্থায় অবিলম্বে কুকুর নিধন কার্যক্রম শুরু করার দাবী জানিয়েছেন সচেতন পৌরবাসি।