বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
রামপুর খোয়াই নদীর বাঁধ থেকে অস্ত্রসহ ২ ডাকাত আটক নবীগঞ্জে বিএনপি নেতাদের উপজেলা নির্বাচন থেকে সরে আসার আহ্বান মাধবপুরে তুচ্ছ ঘটনায় ভাতিজার হাতে চাচা খুন নবীগঞ্জের কৃতি সন্তান মাহতাব লন্ডনে ‘ফ্রিডম অব দ্য সিটি অব সম্মাননা ভূষিত হয়েছেন জেলা পরিষদের সভায় এমপি আবু জাহির ॥ উন্নয়ন প্রকল্পের সঠিক বাস্তবায়নে আন্তরিকতার সাথে কাজ করুন নবীগঞ্জে সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদ ও বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়া থেকে নিখোঁজ শিশুকে পরিবারের জিম্মায় হস্তান্তর নছরতপুর থেকে সরকারি সার বীজসহ পাচারকারী আটক মাধবপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু মাধবপুরে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

বৃন্দাবন কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের শোকসভা ও দোয়া মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭
  • ৬৪৯ বা পড়া হয়েছে

এ রহমান অলি ॥ গত রবিবার বার্মিংহামের আর্থার ষ্ঠ্রীটের এমটি ক্যাটারিং এ বৃন্দাবন সরকারী কলেজ এক্স-ষ্টুডেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে বৃন্দাবন কলেজের সাবেক শিক্ষক প্রফেসর মরহুম আজিজুল হক স্যারের স্মরনে এক শোকসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সালেহ আজহার খান পাপ্পুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়ের জামান জাহাঙ্গীরের পরিচালনায় বক্তব্য রাখেন বৃন্দাবন কলেজের সাবেক ছাত্ররা ছাড়াও যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জের বিভিন্ন IMG_0670

IMG_0589

IMG_0668

IMG_0669স্তরের কমিউনিটির নেতৃবৃন্দ। বক্তারা মরহুম অধ্যাপক আজিজুল হক স্যারের জীবন দর্শন নিয়ে আলোকপাত করেন। কর্মময় জীবনের গুনাবলী ও বৈশিষ্ট্য নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক আজিজুল হক স্যারের ছাত্র ও বৃন্দাবন কলেজের সাবেক প্রভাষক সৈয়দ মোঃ ইকবাল। প্রত্যেক বক্তাই স্যারের সাথে তাদের কলেজ জীবনের বিভিন্ন স্মৃতি তুলে ধরেন। ইংল্যান্ডে বসবাসরত স্যারের বড় ছেলে বৃন্দাবন কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নাজমুল আজিজ জুবায়ের উনার আবেগপূর্ন বক্তব্যে তার বাবার জন্য সবার কাছে দোয়া চান এবং ব্যক্তি জীবনে, কর্মময় জীবনে, সামাজিক জীবনে চলাফেরায় কারো মনে আঘাত পেয়ে থাকলে ক্ষমাপ্রার্থনা করেন। বক্তারা আরো বলেন, অধ্যাপক আজিজুল হক স্যার ছিলেন এ সমাজের একজন পথপ্রদর্শক উনার মত ক্ষনজন্মা মানুষ আমাদের সমাজে বড়ই অভাব। এছাড়াও বৃন্দাবন কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মর্তুজা মিয়ার সহধর্মিনী এবং সাবেক ছাত্র বুলবুল চৌধুরী মায়ের মৃত্যুতে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত হয়।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ আজিজ, সৈয়দ মাহমুদুর রহমান বুলু, সুফী এলাহী, এম এ আউয়াল, রানা মিয়া চৌধুরী, আতাউর খন্দকার শাহজাহান, এডঃ মীর গোলাম মোস্তফা, গাজীউর রহমান গাজী, মাজেদুল হক চৌধুরী, সিরাজুল ইসলাম, নুরুদ্দিন চৌধুরী বুলবুল, কয়েস খান, জাকারিয়া চৌধুরী ফেরদৌস, এম এ মুন্তাকিম, চৌধুরী মুরতাহিন বিল্লাহ জুয়েল, সৈয়দ নাসির, জালাল উদ্দিন, আবুল হায়দার রাজু, দেওয়ান মোর্শেদ, ফারুক আহমেদ, আলমগীর চৌধুরী, এ রহমান অলি, জালাল আহমেদ, কামাল চৌধুরী, শাজাহান কবির প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন সৈয়দ মোস্তাক আহমেদ, মোতাব্বির আলী, আশরাফুল ওয়াহিদ দুলাল, মোঃ মারুফ, বদরুল আলম দুলাল, কবির উদ্দিন, নুর মিয়া, মাসুদ চৌধুরী, শহীদ হোসাইন ফেরদৌস, এ বি চৌধুরী অপু, জিয়া তালুকদার, একাউন্ট্যন্ট ইমরুল হোসেন, মহিবুর রহমান, সাহেদ হাসান। শোক সভা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা আঃ রসিদ। শোকসভা মিলাদ মাহফিলে যুক্তরাজ্যে বসবাসরত বিপুল সংখ্যক হবিগঞ্জবাসী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com