Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আওয়ামীলীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি বলেছেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশের জন্ম হত না। তিনি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করতেন। তাই কোনদিনই তার চেতনা মুছে যাবে না। অথচ রাজনৈতিক অপশক্তি দেশ থেকে বঙ্গবন্ধুর চেতনা ধ্বংসের জন্য অনেক ষড়যন্ত্র করেছে। তারা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করেছে। এখনই সেই ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্রকারীদের বিষয়ে আওয়ামীলীগের প্রতিটি নেতা-কর্মীকে সাবধানে থাকতে হবে।
গতকাল সকালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। আলেচনায় অংশ নেন সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি আলমগীর চৌধুরী, যুগ্ম-সাধারন সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট আফিল উদ্দিন, সজিব আলী, অ্যাডভোকেট হুমায়ূন কবির সৈকত, অনুপ কুমার দেব মনা, আলমগীর খান, উপ-প্রচার সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোছাব্বির বকুল, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ফেরদৌস আরা, তাতী লীগের সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইসতিয়াক রাজ চৌধুরী, সাধারন সম্পাদক মুকিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি ফয়জুর রহমান রবিন ও সরকারী বৃন্দাবন কলেজ ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল আজিজ।
এর আগে সকাল ৯টায় দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুস্প-স্তবক অর্পণ করেন। সেখানে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং সরকারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।