Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রতœা উচ্চ বিদ্যালয়ে মজিদ খান এমপি ॥ বঙ্গবন্ধু কৈশোর কালেই ছিলেন ন্যায়পরায়ন ও সত্যবাদী ছিলেন

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য এডঃ আব্দুল মজিদ খান বলেছেন, মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম হত কি-না সেটি প্রশ্নবিদ্ধ। গোপালগঞ্জের অজপাড়া গায়ে জন্মগ্রহণকারী এই নেতা শিশু ও কৈশোর কালেই ছিলেন ন্যায়পরায়ন ও সত্যবাদী। গতকাল বঙ্গবন্ধুর ৯৮তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বানিয়াচং উপজেলার রতœা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমার বয়সে শেখ মুজিব নিজের খাবার সহপাঠীদের বিলিয়েছেন। তিনি ছাতা অপরকে দান করেছেন। নিজের ঘরের সকল খাবার অনাহারিদের বিলিয়ে দেওয়ার আবদার করেছেন পরিবারের কাছে। এই মহান নেতার শিশু ও কৈশোর কালের নেতৃত্ব গুণের কারণে পরবর্তীকালে দেশে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। হয়েছেন বাঙালী জাতির অভিসংবাদিত নেতা। তিনি শিার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করার আহ্বান জানান। পরে বঙ্গবন্ধুর কৈশোর কালের উপর রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন এমপি মজিদ খান। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবু তাহের সহ অন্যান্য অতিথিবৃন্দ।