Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিদ্যুতায়নের উদ্বোধনকালে এমপি আবু জাহির ॥ সারাজীবন জনগণের সেবা করে যেতে চাই-এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগনের কাছে নির্বাচনী ইন্তেহারে বলেছিলেন, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করবেন। ইতোমধ্যে দেশের অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ হয়েছে। বাকীগুলো অতিদ্রুত সম্পূর্ণ হবে বলে আমরা আশাবাদী। এরই ধারাবাহিকতায় হবিগঞ্জ-লাখাইয়ে গ্রামে গ্রামে বিদ্যুতায়ন করে যাচ্ছি। অল্প কিছু দিনের মধ্যেই আমরা হবিগঞ্জ-লাখাইকে শতভাগ বিদ্যুতায়নের আওতায় নিয়ে আসতে পারব ইনশাল্লাহ।
গতকাল বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের তেতৈয়া গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি আবু জাহির বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আমি হবিগঞ্জ-লাখাইয়ের প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে উন্নয়ন কাজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এর সাক্ষী আপনারাই। আমি সারাজীবন জনগণের সেবা করে যেতে চাই। এ সময় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এলাকার বিশিষ্ট মুরুব্বী আব্দুল মতিনের সভাপতিত্বে বিদ্যুতায়নের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ ছোলায়মান মিয়া, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ তালুকদার ইকবাল, গোপায়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আক্তার মিয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুখলেছুর রহমান মুখলেছ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি শেখ সেবুল মিয়া, ছামিউল বাছির মেম্বার, আব্দুল মতিন মেম্বার, হাবিবুর রহমান খান, ছালেক মিয়া, এলাকার মুরু”ব্বী সামছু মিয়া, যুবলীগ নেতা হোসাইন মোঃ আক্তার, ইউনিয়ন যুবলীগ সভাপতি সেলিম মিয়া। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট আবুল কালাম।
উল্লেখ্য, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ৪১ লাখ ২৫ হাজার টাকা ব্যয়ে পৌনে ৩ কিলোমিটার লাইমের মাধ্যমে ১৬০টি পরিবারকে বিদ্যুত সংযোগ প্রদান করেছে।