Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা সভায় ইউএনও ॥ শিক্ষা ব্যতিত কোন দেশ উন্নতি লাভ করতে পারে না

নবীগঞ্জ প্রতিনিধি ॥ একটি সমাজকে আলোকিত করতে শিক্ষার প্রয়োজন। শিক্ষা ব্যতিত কোন দেশ উন্নতি লাভ করতে পারে না, আলোকিত ভবিষ্যত বিনির্মানে মান সম্মত শিক্ষার বিকল্প নাই। গতকাল বুধবার হাজী আনজব আলী উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাজিনা সারোয়ার। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলতাব আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রিয়াজুল করীম জানুর পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অলিমা-মফিজ ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী শেখ মহি উদ্দিন আহমদ জাহেদ, যুক্তরাজ্য প্রবাসী রহমত আলী।
বিশেষ অতিথি ছিলেন করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, ৯নং ইউপি চেয়ারম্যান মোঃ আবু সিদ্দিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছাদেক হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, লন্ডন প্রবাসী রহমত আলী, প্যানেল চেয়ারম্যান মোঃ নুর মিয়া, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ বজলুর রহমান, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া। আরো বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য মোঃ আব্দুল হাদী, মোঃ সুমন মিয়া, সহকারী প্রধান শিক্ষক মোঃ বদরুজ্জামান, সঞ্জয় ধাম, মনসুর আহমেদ আজাদ, সাকোয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ আব্দুর রউফ, সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ছাদিক মিয়া প্রমূখ। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষক মাওঃ আব্দুল হান্নান, গীতা পাঠ করেন শিক্ষিকা শিখা রানী দাশ। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখ্য, ইউনিয়নের একমাত্র উচ্চ বিদ্যালয় হিসাবে হাজী আঞ্জব আলী উচ্চ বিদ্যালয়ে লন্ডন প্রবাসী বিশিষ্ট সমাজ সেবক শেখ মহি উদ্দিন আহমদ জাহেদ নিজস্ব অর্থায়নে লক্ষাধিক টাকা ব্যয়ে একটি শহীদ মিনার নির্মাণ করে দেন। ভবিষ্যতেও বিদ্যালয়ের উন্নয়নে প্রয়োজনীয় ভূমিকা রাখবেন বলে বক্তব্যে উল্লেখ করেন।