Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বিশ্ব ভোক্তা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ এমরান হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাবিনা আলম। সারা বিশ্বের ন্যায় হবিগঞ্জে ডিজিটাল ভোক্তাধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আলোচনায় অংশগ্রহণ করেন হবিগঞ্জ প্রেসকাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহবুুবুল আলম, জেলা তথ্য অফিসার মোঃ সালাহ উদ্দিন, ডাক্তার নির্ঝর ভট্টাচার্য্য, হবিগঞ্জ মহিলা কলেজের প্রভাষক উৎপল সাহা, নজরুল একাডেমীর সভাপতি কবি তাহমিনা বেগম গিনী, ফুড ইন্সপেক্টর চন্দ্র সেন রায়, টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ হাবিবুর রহমান, জেলা কৃষি অধিদপ্তরের এডিডি এমএম ইলিয়াছ, ক্যাবের সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন, দৈনিক আয়নার সম্পাদক রাশেদ আহমদ খান প্রমূখ। বক্তাগণ হবিগঞ্জে বাজার পরিদর্শকের পদ শূণ্য থাকায় মৌলভীবাজারের পরিদর্শক অতিরিক্ত দায়িত্বপালনে অবহেলায় সমালোচনা করেন। হবিগঞ্জ শহর ও উপজেলা গুলোতে হাসপাতাল ও ক্লিনিকে রোগীদের উপয্ক্তু চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে গুরুত্বারোপ করা হয়। জন সচেতনতার মাধ্যমে ভোক্তাদের অধিকার প্রতিষ্ঠার দাবী জানানো হয়।