Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ৩ মাসেও ধরা পড়েনি শাহনাজ হত্যা মামলার আসামী

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জের বহুল আলোচিত দীঘলবাক ইউনিয়নের বোয়ালজুর গ্রামের স্কুল ছাত্র শাহনাজ হত্যাকান্ডের ৩ মাস ১১দিন অতিবাহিত হলেও হত্যা মামলার কোন আসামী গ্রেফতার হয়নি। উপরোন্ত কোন কোন কোন আসামী এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে বাদী পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। জানা যায়, নবীগঞ্জ উপজেলার বোয়ালজুর গ্রামে দু’পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে সংঘর্ষ, হামলা, মামলা চলে আসছে। সর্বশেষ গত ৪ ডিসেম্বর ওই গ্রামের কৃষক ইউনুছ মিয়ার পুত্র আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্র শাহনাজ (১৬) কে ফুটবল খেলার পোষ্ঠার লাগানোর কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের কয়েকজন। এর পর শাহনাজ আর বাড়িতে ফিরে আসে নি। বিভিন্ন স্থানে খোজাখুজির এক পর্যায়ে পরদিন সকাল ৭ টার দিকে এলাকার জোয়াল ভাঁঙ্গা হাওরের পাশে শাহনাজের গলা কাটা ক্ষতবিক্ষত মৃত দেহ পাওয়া যায়। এ হত্যাকান্ডের ঘটনায় একই গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র জসিম ওরপে রিজু, তার ভাই সাজু আহমদ, একই গ্রামের আব্দুর রহিমের পুত্র ফরহাদ আহমদ, জলিলের পুত্র তোয়েল আহমদ, মাসুক মিয়ার পুত্র খালেদ মিয়ার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই সাহিদ মিয়া। ঘটনার পর থেকে ৩ মাসেরও অধিক সময় অতিবাহিত হলেও মামলার কোন আসামী গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাদী পক্ষের দাবী পুলিশকে বার বার প্রধান আসামী জসিম সহ অন্যান্য আসামীদের সম্পর্কে তথ্য দিলেও পুলিশ কাইকে গ্রেফতার করছে না। জসিম উদ্দিন ওরপে রিজুসহ আসামীরা ঘুরে বেড়াচ্ছে। মামলাটি বর্তমানে ডিবি পুলিশের কাছে তদন্তাধীন
পুত্র হত্যাকান্ডের সঠিক তদন্ত ও হত্যাকারীদের বিচারের দাবী জানিয়েছেন নিহত শাহনাজের মা ময়না বিবি। তিনি পুত্র হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান।