Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমি খেটে খাওয়া মানুষের উন্নয়নে রাজনীতি করি-কেয়া চৌধুরী

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এড. আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছাঁনোর লক্ষ্যে কাজ করছে। তিনি বলেন, আমি খেটে খাওয়া মানুষের উন্নয়নে রাজনীতি করি। রবিবার বিকালে নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের নিশাকুড়িঁ ও শংকরসেনা গ্রামবাসীর উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক আলোচনা ও উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আওয়ামীলীগ নেতা খছরু মিয়ার সভাপতিত্বে ও গজনাইপুর ইউপি ছাত্রলীগ সভাপতি আবুল হুসেন লালের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউপির চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, গজনাইপুর ইউপি আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আজমান আলী, সাধারণ সম্পাদক হাজী মাহমুদ মিয়া, কুদ্দুছ মিয়া, লোকমান মিয়া, দেবপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান। বক্তব্য দেন গজনাইপুর ইউপি আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলী নেওয়াজ গাজী, সাবেক ইউপি সদস্য তোতা মিয়া, ইছুব আলী, দেবপাড়া ইউপি সদস্য মামদ আলী, আব্দুল মালিক, আবু মিয়া, ছানওর মিয়া, যুবলীগ নেতা জিলু মিয়া, জসিম মিয়া, কাছন মিয়া, তুহিন আহমেদ রাজা, জয়নাল মিয়া, শাহিন মিয়া, ছাত্রলীগ নেতা রায়হান মিয়া প্রমুখ।