Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজমিরীগঞ্জে প্রতিপক্ষের ছুরিকাঘাতের যুবক নিহত

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতের এক যুবক নিহত হয়েছে। নিহত যুবক হচ্ছে-উপজেলার পশ্চিমভাগ গ্রামের মৃত রমজান আলীর পুত্র ইব্রাহিম মিয়া (২৪)। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ২জনকে গ্রেপ্তার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে- শিবপাশা গ্রামের আলা উদ্দিনের ছেলেন হালিম মিয়া (২০) ও ফজলুর রহমানের ছেলে আলীম উদ্দিন (১৯)। পুলিশ জানায়, পশ্চিমভাগ গ্রামে প্রতি বছরের ন্যায় লতিফুর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওরসের আয়োজন করা হয়। ওরস উপলক্ষে মাজার প্রাঙ্গণে মেলা ও বাউল গানের আসন বসে। মেলায় গতকাল শুক্রবার ভোরে নিহত ইব্রাহিম মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে গ্রেপ্তারকৃতদের ঝগড়া হয়। তাদের সহযোগী জুয়েল মিয়া এক পর্যায়ে ইব্রাহিমকে ছুরিকাঘাত করে। এতে সে মাটিতে পড়ে যায়। এ সময় তার শোর চিৎকার শোনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে হালিম মিয়া ও আলীম উদ্দিনকে আটক করে। এ সময় ঘাতক জুয়েল মিয়া কৌশলে পালিয়ে যায়। পরে তাদেরকে পুলিশের কাছে সোর্পদ করে। গুরুতর আহত অবস্থায় ইব্রাহিম মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসার পথে মৃত্যু বরণ করেন। গতকাল দুপুরে ময়না তদন্তের জন্য পুলিশ তার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে।
নিহতের স্বজনরা জনান, ইব্রাহিম মিয়া চট্রগ্রামে রাজ মিস্ত্রির কাজ করত। সম্প্রতি বিয়ে করার জন্য সে বাড়িতে আসে।
আজমিরীগঞ্জ থানার ওসি ওয়াহিদুজ্জামান পিপিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।