Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত শুক্রবার বিকাল ৩ টায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে শহরের শেরপুর রোডস্থ বাংলা টাউন হলে এক সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ কাজল নাথ এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি এড. শেখ শাহনুর আলম ছানু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি ডাঃ আজিজুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক বনবীর দাশ (সামন্ত)। বক্তব্য রাখেন উৎপল চৌধুরী পান্না, মোঃ সালাউদ্দিন (সানাই), কাহের আহমেদ (দীপু), সিথার আলী, শেখ সজিদ মিয়া, কয়েছ মিয়া, প্রভাষক মোশারফ আলী (মিঠু), প্রভাষক এ জেড এম শাহেদুজ্জামান, ডাঃ নজরুল ইসলাম, আব্দুল হান্নান, শাহাব উদ্দিন, পৃথ্বিশ চক্রবর্ত্তী, মহসিন মিয়া, আমীর হোসেন, কাজল গোপ, মিজানুর রহমান, মোঃ মালেক আহমেদ (রিপন), মোজাম্মেল হক চৌধুরী, আকলিছ মিয়া, চরিত্র রায়, মোঃ আব্দুর রউফ, লায়লা নুরুন্নাহার চৌধুরী, ফুলন দাশ প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে নবীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর সন্তোষ দাশ-কে সভাপতি, সৈয়দ জাহির আলী-কে সাধারণ সম্পাদক, মোঃ লিটন মিয়া-কে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ রুনু মিয়া-কে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন করা হয়।