Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ সারাদেশের ন্যায় নবীগঞ্জেও হিন্দু ধমালম্বীদের অন্যতম উৎসব ভগবাান শ্রীকৃষ্ণের শুভ জন্মষ্টমী গতকাল বুধবার বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে পালন করা হয়েছে। অনুষ্টান মালার মধ্যে ছিল, পূজা ও ভোগরাগ, সকালে সার্বজনীন মঙ্গল শোভাযাত্রা, ভাগবত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্টান। ভাগবত পাঠ ও আলোচনা করেন ইসকনের ব্রজকিশোর ব্রহ্মচারী। অনুষ্টানমালায় উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি মিহির কুমার রায় মিন্টু, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখির চন্দ্র আচার্য্য, সাধারন সম্পাদক সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও নবীগঞ্জ জেকে মডেল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগ ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল জাহান চৌধুরী, উপজেলা পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি অশোক তরু দাস, যুগ্ম সম্পাদক বিধান ধর, অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্তী বেনু, তিমির পুর ইসকন মন্দিরের সাধারণ সম্পাদক যুবরাজ গোপ, উপজেলা জাতীয় হিন্দু মহাজোটের আহবায়ক ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র রায়, জন্মষ্টমী উদযাপন কমিটির মন্টু লাল আচার্য্য, সুবিনয় কর, রঙ্গ লাল রায়, মৃদুল কান্তি রায়, পবিত্র চন্দ্র বনিক, সাধন চন্দ্র দাশ, কানাই লাল দাশ, নিতেশ চন্দ্র রায়, রশময় শীল, সঞ্জয় দাশ, চারু চন্দ্র দেব, রঞ্জিত চক্রবর্তী নান্টু, অঞ্জন পুরকায়াস্থ, শংকর লাল দেব, প্রণব চন্দ্র দেব, কাঞ্চন বনিক, ডাঃ অমলেন্দু সূত্রধর প্রমূখ।